কলকাতা, 1 নভেম্বর : ভাইফোঁটায় 'দিদি' মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ফোঁটা নিতে গেছিলেন ৷ সেই থেকেই শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়েছিল ৷ সেই জল্পনার রেশ কাটার আগেই ফের চমক ৷ এবার কলকাতার প্রাক্তন মেয়রের Y ক্যাটাগরি নিরাপত্তা ফিরিয়ে দিল রাজ্য সরকার । আজ রাজ্য সরকারের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয় ৷
শোভনের Y ক্যাটাগরি নিরাপত্তা ফিরিয়ে দিল রাজ্য সরকার - Sovan Chatterjee again
গত দেড়-দু'বছর ধরে তৃণমূল বলা ভালো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুটা দূরত্ব বেড়েছিল শোভনের ৷ পরিস্থিতি এতটাই জটিল হয়েছিল যে শোভনের নিরাপত্তাও কমিয়ে দিয়েছিল রাজ্য ৷
গত দেড়-দু'বছর ধরে তৃণমূল বলা ভালো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুটা দূরত্ব বেড়েছিল শোভনের ৷ পরিস্থিতি এতটাই জটিল হয়েছিল যে শোভনের নিরাপত্তাও কমিয়ে দিয়েছিল রাজ্য ৷ পরবর্তীতে তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখান একদা মমতার অতি প্রিয় শোভন ৷ কিন্তু, যে ইশুতে সব বিতর্ক সেই বৈশাখি-জটিলতা পিছু ছাড়েনি শোভনের ৷ এমনকী, এর ফলে নতুন দল ছাড়ার কথাও ভাবনাচিন্তা শুরু করেন শোভন ৷
এত কিছুর মধ্যেই ভাইফোঁটার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ফোঁটা নিতে যান শোভন চট্টোপাধ্যায় ৷ সেই থেকেই নতুন জল্পনা শুরু হয়েছিল ৷ আজ Y ক্যাটাগরি নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে সেই জল্পনা আরও কয়েকগুণ বেড়ে গেল ৷