পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Weather Forecast: নিম্নচাপের প্রকোপে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের 6 জেলা, আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা - Rainfall

বৃষ্টির পাশাপাশি এই ছয় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার দাপটও থাকতে পারে বলে জানানো হয়েছে । মঙ্গলবারও মাঝারি বৃষ্টি চলবে । তবে উপকূল সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি চলতে পারে বলে সতর্ক করা হয়েছে ।

southern districts of west bengal including kolkata may se heavy rainfall in next 24 hours
আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা

By

Published : Oct 16, 2021, 11:57 AM IST

কলকাতা, 16 অক্টোবর: পুজো মোটামুটি শুকনো কাটলেও, দশমীতে বৃষ্টি হয়েছে শহরে । শনিবার সকালে যদিও রোদ উঠেছে, তবে আগামী 24 ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বলে সতর্ক করল আলিপুর আবহাওয়া দফতর । শুধু তাই নয়, রবি এবং সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলেও সতর্ক করা হয়েছে ।

বঙ্গোপসাগর থেকে দক্ষিণ-পূর্ব দিক হয়ে জলীয়বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করেছে রাজ্যে । নিম্নচাপের প্রভাবে আরও বেশি পরিমাণ জলীয়বাষ্প রাজ্যে প্রবেশ করবে বলে আশঙ্কা করছেন আবহবিদরা । তার ফলেই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে মনে করা হচ্ছে । কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর ।

আরও পড়ুন: Puja Parikrama : আসানসোলের পুজো মণ্ডপে ধুনুচি নাচে মাতলেন মহিলারা

বৃষ্টির পাশাপাশি এই ছয় ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার দাপটও থাকতে পারে বলে জানানো হয়েছে । মঙ্গলবারও মাঝারি বৃষ্টি চলবে । তবে উপকূল সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি চলতে পারে বলে সতর্ক করা হয়েছে ।

এর আগে, পুজোয় বৃষ্টির আগাম পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর । তবে প্রথম তিন দিন বৃষ্টি না হলেও, দশমীর বিকেল থেকে অঝোরে বৃষ্টি গয়েছে শহর থেকে শহরতলির একাধিক জায়গায় । কলকাতায় 26 । 6 মিলিমিটার বৃষ্টি হয়েছে । শনিবার সকালে যদিও রোদের দেখা মিলেছে । আগামী 24 ঘণ্টায় কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে । তবে এখনই বৃষ্টির প্রকোপ কাটছে না ।

আরও পড়ুন: Durga Puja : মুক্তির আস্বাদেই কামরুন্নেসা, নমিতাদের দুর্গা প্রতিমা দর্শন

ABOUT THE AUTHOR

...view details