কলকাতা, 16 অক্টোবর: পুজো মোটামুটি শুকনো কাটলেও, দশমীতে বৃষ্টি হয়েছে শহরে । শনিবার সকালে যদিও রোদ উঠেছে, তবে আগামী 24 ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বলে সতর্ক করল আলিপুর আবহাওয়া দফতর । শুধু তাই নয়, রবি এবং সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলেও সতর্ক করা হয়েছে ।
বঙ্গোপসাগর থেকে দক্ষিণ-পূর্ব দিক হয়ে জলীয়বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করেছে রাজ্যে । নিম্নচাপের প্রভাবে আরও বেশি পরিমাণ জলীয়বাষ্প রাজ্যে প্রবেশ করবে বলে আশঙ্কা করছেন আবহবিদরা । তার ফলেই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে মনে করা হচ্ছে । কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর ।
আরও পড়ুন: Puja Parikrama : আসানসোলের পুজো মণ্ডপে ধুনুচি নাচে মাতলেন মহিলারা