কলকাতা, 9 ফেব্রুয়ারি : স্কুলের ফি বৃদ্ধির প্রতিবাদে এবার মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিলেন দক্ষিণ কলকাতার নামী বেসরকারি স্কুলের বিক্ষোভরত অভিভাবকরা ৷ 23 শতাংশ ফি বৃদ্ধি নিয়ে পরপর দু’সপ্তাহে শুক্রবার করে ওই স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা । তাঁদের অভিযোগ, দু’বারই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করলেও ফি বৃদ্ধির বিষয়টি নিয়ে কোনও সুরাহা হয়নি । তাই এবার সরাসরি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন তাঁরা । আজ তাঁরা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে নিজেদের সমস্যার কথা জানিয়ে ডেপুটেশন দিয়ে আসেন ।
প্রতি বছর 10 শতাংশ করে ফি বৃদ্ধি করা হয় দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের নামী ওই স্কুলে । এই বছর হঠাৎ তা 23 শতাংশ বাড়িয়ে দেওয়া হয় । যা মেনে নিতে পারেননি মধ্যবিত্ত ঘরের অভিভাবকরা । কয়েকবার স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েও কোনও লাভ হয়নি বলে তাঁরা অভিযোগ করেন । বাধ্য হয়ে আজ মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন অভিভাবকরা । এই নিয়ে এক অভিভাবক বলেন, ‘‘আমরা আশাবাদী মুখ্যমন্ত্রী এখানে হস্তক্ষেপ করবেন । কারণ, এত শিশুর ভবিষ্যৎ যেখানে জড়িয়ে, সেখানে উনি কোনও পদক্ষেপ না করে থাকতে পারবেন না । উনি এর আগে স্কুলের সঙ্গে ফি বৃদ্ধি নিয়ে আলোচনা করেছিলেন ৷ যাতে এটা নিয়ন্ত্রণে আনা যায় । কিন্তু, কোনও স্কুলই তেমনভাবে ভাবেনি । আমাদের বাচ্চাদের স্কুলে প্রতি বছর 10 শতাংশ ফি বৃদ্ধি হচ্ছে । আগামীদিনে এটা আরও বাড়বে । আর এবারের 23 শতাংশ ফি বৃদ্ধি আমরা মেনে নিতে পারছি না । আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে । দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা হয়েছে বলেই আজ আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছি । কারণ, উনি ছাড়া আমাদের আর কোনও আশা নেই ।’’