পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

স্কুল ফি বৃদ্ধির প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন অভিভাবকদের - ফি বৃদ্ধির প্রতিবাদ

23 শতাংশ ফি বৃদ্ধির প্রতিবাদে দক্ষিণ কলকাতার নামী স্কুলের অভিভাবকরা দু’দিন বিক্ষোভ দেখান ৷ স্কুল কর্তৃপক্ষ কোনও সমাধান সূত্র না দেওয়ায় মুখ্যমন্ত্রীর কাছে যান তাঁরা ৷ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে ডেুিটেশন জমা দেন অভিভাবকদের চারজনের প্রতিনিধি দল ৷

South point gurdian against fee extension
ডেপুটেশন দিলেন অভিভাবকরা

By

Published : Feb 9, 2020, 10:04 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি : স্কুলের ফি বৃদ্ধির প্রতিবাদে এবার মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিলেন দক্ষিণ কলকাতার নামী বেসরকারি স্কুলের বিক্ষোভরত অভিভাবকরা ৷ 23 শতাংশ ফি বৃদ্ধি নিয়ে পরপর দু’সপ্তাহে শুক্রবার করে ওই স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা । তাঁদের অভিযোগ, দু’বারই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করলেও ফি বৃদ্ধির বিষয়টি নিয়ে কোনও সুরাহা হয়নি । তাই এবার সরাসরি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন তাঁরা । আজ তাঁরা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে নিজেদের সমস্যার কথা জানিয়ে ডেপুটেশন দিয়ে আসেন ।

প্রতি বছর 10 শতাংশ করে ফি বৃদ্ধি করা হয় দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের নামী ওই স্কুলে । এই বছর হঠাৎ তা 23 শতাংশ বাড়িয়ে দেওয়া হয় । যা মেনে নিতে পারেননি মধ্যবিত্ত ঘরের অভিভাবকরা । কয়েকবার স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েও কোনও লাভ হয়নি বলে তাঁরা অভিযোগ করেন । বাধ্য হয়ে আজ মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন অভিভাবকরা । এই নিয়ে এক অভিভাবক বলেন, ‘‘আমরা আশাবাদী মুখ্যমন্ত্রী এখানে হস্তক্ষেপ করবেন । কারণ, এত শিশুর ভবিষ্যৎ যেখানে জড়িয়ে, সেখানে উনি কোনও পদক্ষেপ না করে থাকতে পারবেন না । উনি এর আগে স্কুলের সঙ্গে ফি বৃদ্ধি নিয়ে আলোচনা করেছিলেন ৷ যাতে এটা নিয়ন্ত্রণে আনা যায়‌ । কিন্তু, কোনও স্কুলই তেমনভাবে ভাবেনি । আমাদের বাচ্চাদের স্কুলে প্রতি বছর 10 শতাংশ ফি বৃদ্ধি হচ্ছে । আগামীদিনে এটা আরও বাড়বে । আর এবারের 23 শতাংশ ফি বৃদ্ধি আমরা মেনে নিতে পারছি না । আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে । দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা হয়েছে বলেই আজ আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছি । কারণ, উনি ছাড়া আমাদের আর কোনও আশা নেই ।’’

মুখ্যমন্ত্রীর বাড়িতে ডেপুটেশন দিলেন অভিভাবকরা

পেরেন্টস ফোরামের পক্ষ থেকে এক অভিভাবক বলেন, ‘‘আজ আমরা সকাল 10টার সময় কালীঘাট ফায়ার স্টেশনের সামনে জড়ো হই । কিন্তু ওখানে 144 ধারা জারি ছিল, তাই পুলিশ আমাদের ওখান থেকে সরিয়ে দেয় । পুলিশ বলে, আপনাদের প্রতিনিধি দলকে আমাদের লোক এসে নিয়ে যাবে । আমরা চারজনের প্রতিনিধি গেছিলাম । মুখ্যমন্ত্রীর OSD আমাদের কথা খুব ভালো করে শোনেন ও আমাদের ডেপুটেশন লেটারটা জমা নেন । তিনি সব শুনে বলেন, আমাদের ডেপুটেশন লেটারটা দুদিনের মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে ।’’

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘ভালো তো । মুখ্যমন্ত্রী যা করবেন তাই হবে । ফি বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী বহুবার আলোচনা করেছেন । কিন্তু আমাদের রাজ্যে, অস্বাভাবিকভাবে ফি বাড়ানো আমরা সমর্থন করি না । তখনও বলেছিলাম, এটা করবেন না । বিভিন্ন বিষয়ে ফি বৃদ্ধির যে মনোভাব, সেটা হয়ত কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্ত । কিন্তু, দেখতে হবে আমাদের রাজ্যে সেই সিদ্ধান্ত মানার মতো সামাজিক অবস্থা আছে কি না । এখন মুখ্যমন্ত্রীর কাছে গেছেন, মুখ্যমন্ত্রী যদি কোনও নির্দেশ দেন নিশ্চয়ই আমি দেখব ।’’

ABOUT THE AUTHOR

...view details