পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

জনতা কারফিউ, দক্ষিণ-পূর্ব রেলের একাধিক লোকাল ট্রেন বাতিল - coronavirus latest news

চিকিৎসকরা বারবারই বলছেন, জনবহুল জায়গায় থেকেই কোরোনা সংক্রমণের আশঙ্কা বেশি । তাই জনবহুল স্থান এড়িয়ে চলাই ভালো । কোরোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রধানমন্ত্রী 'জনতা কারফিউ'-এর ডাক দিয়েছেন । তাই বাতিল হল বেশ কয়েকটি ট্রেন।

Covid-19
Covid-19

By

Published : Mar 21, 2020, 5:26 AM IST

কলকাতা, 21 মার্চ : স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শপিং মল এমনকি রাস্তাঘাটেও নেই মানুষের ভিড় । চিকিৎসকরা বারবারই ভিড় এড়িয়ে যেতে বলছেন ৷ কোরোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রধানমন্ত্রী 'জনতা কারফিউ'-এর ডাক দিয়েছেন । 'জনতা কারফিউ'-তে সামিল রেলও । সেই বিষয়টিকে মাথায় রেখেই 22 মার্চ সকাল 7 টা থেকে রাত 9 টা পর্যন্ত যথাসম্ভব কম ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল ।

22 মার্চ দক্ষিণ পূর্ব রেলের যে EMU লোকালগুলি বাতিল করা হল, এক নজরে তার তালিকা :

আপ EMU লোকাল

38431 হাওড়া পাঁশকুড়া EMU লোকাল
383 13 হাওড়া মেচেদা EMU লোকাল
38303 হাওড়া মেচেদা EMU লোকাল
38105 হাওড়া উলুবেড়িয়া EMU লোকাল
38421 হাওড়া পাঁশকুড়া EMU লোকাল
38419 হাওড়া পাঁশকুড়া EMU লোকাল
38419 হাওড়া পাঁশকুড়া EMU লোকাল
38707 হাওড়া খড়গপুর EMU লোকাল
38501 হাওড়া বালিচক EMU লোকাল

ডাউন EMU লোকাল:

38308 মেচেদা হাওড়া EMU লোকাল
38446 পাঁশকুড়া হাওড়া EMU লোকাল
38312 মেচেদা হাওড়া EMU লোকাল
38414 পাঁশকুড়া হাওড়া EMU লোকাল
38106 উলুবেড়িয়া হাওড়া EMU লোকাল
38414 পাঁশকুড়া হাওড়া EMU লোকাল
28716 খরকপুর হাওড়া EMU লোকাল
38502 বালিচক হাওড়া EMU লোকাল

ABOUT THE AUTHOR

...view details