পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Railway Recruitment : মাধ্যমিক পাশে রেলে নিয়োগ - south eastern railway

মাধ্যমিক পাশে দক্ষিণ-পূর্ব রেলওয়ে শিক্ষানবিশ প্রার্থী নিয়োগ করবে ৷ বয়স হতে হবে 15 থেকে 25 বছরের মধ্যে ৷

Railway Recruitment
মাধ্যমিক পাশে রেলে নিয়োগ

By

Published : Nov 14, 2021, 12:46 PM IST

দক্ষিণ-পূর্ব রেলওয়ে তাদের বিভিন্ন বিভাগে শিক্ষানবিশ প্রার্থী নিয়োগ করবে ৷ প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে খড়গপুর, চক্রধরপুর, রাঁচি, আদ্রা, সিনি এবং বোদামুন্ডা ওয়ার্কশপে ৷ মোট 1725 জন প্রার্থীকে প্রশিক্ষণের জন্য নেওয়া হবে ৷

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা যে কোনও স্বীকৃত বোর্ড থেকে 50 শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে ৷ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশের সার্টিফিকেট থাকতে হবে ৷ প্রার্থীর বয়স ট্রেনিংয়ের জন্য হতে হবে 15 থেকে 25 বছরের মধ্যে ৷ তবে ওবিসিরা 3 বছর এবং এসসি-এসটিরা 5 বছর এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীরা 10 বছর বয়সের ছাড় পাবেন ৷

আরও পড়ুন: জাতীয় অ্যালমুনিয়াম সংস্থায় চাকরি

প্রশিক্ষণের জন্য প্রার্থীদের দক্ষিণ-পূর্বরেলের 6টি জায়গায় নিয়োগ করা হবে ৷ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ৷ আবেদনের ফি 100 টাকা ৷ আবেদন করা যাবে 14 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত ৷ বিস্তারিত জানতে এবং আবেদন করতে দেখুন www.rrcser.co.in-এই ওয়েবসাইট ৷

ABOUT THE AUTHOR

...view details