দক্ষিণ-পূর্ব রেলওয়ে তাদের বিভিন্ন বিভাগে শিক্ষানবিশ প্রার্থী নিয়োগ করবে ৷ প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে খড়গপুর, চক্রধরপুর, রাঁচি, আদ্রা, সিনি এবং বোদামুন্ডা ওয়ার্কশপে ৷ মোট 1725 জন প্রার্থীকে প্রশিক্ষণের জন্য নেওয়া হবে ৷
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা যে কোনও স্বীকৃত বোর্ড থেকে 50 শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে ৷ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশের সার্টিফিকেট থাকতে হবে ৷ প্রার্থীর বয়স ট্রেনিংয়ের জন্য হতে হবে 15 থেকে 25 বছরের মধ্যে ৷ তবে ওবিসিরা 3 বছর এবং এসসি-এসটিরা 5 বছর এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীরা 10 বছর বয়সের ছাড় পাবেন ৷