কলকাতা, 1 জুলাই : নয়াদিল্লিতে রাজ্য বিধানসভার (West Bengal Assembly) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ বৃহস্পতিবার তিনি বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে ৷ সকালে এই বৈঠক হওয়ার কথা থাকলেও বৈঠক দুপুরের দিকে শুরু হয় বলে খবর ৷
যদিও এই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কেউ কোনও মন্তব্য করেননি ৷ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার পর একদফা দিল্লি সফর সারেন শুভেন্দু অধিকারী ৷ সেই সফরে তিনি দেখা করেছিলেন অমিত শাহের সঙ্গে ৷
আরও পড়ুন :শুভেন্দুর পুলিশি নিরাপত্তা প্রত্যাহার কেন, রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের
নয়াদিল্লির একটি সূত্র থেকে জানা গিয়েছে যে, মঙ্গলবার গভীর রাতে তমলুকের সাংসদ তথা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে ৷ তা নিয়েও প্রধানমন্ত্রী অফিস থেকে কিছু যেমন প্রকাশ্যে আনা হয়নি, তেমনই গোটা বিষয়টি এড়িয়ে গিয়েছেন শান্তিকুঞ্জের সেজ ছেলেও ৷ তার পর শুভেন্দু অধিকারী ও অমিত শাহের বৈঠক ঘিরে নতুন করে জল্পনা ছড়িয়েছে ৷
প্রসঙ্গত, আগামিকাল শুক্রবার শুরু হতে চলেছে বিধানসভার অধিবেশন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম অধিবেশন বসতে চলেছে বিধানসভায় ৷ আর দীর্ঘ কয়েক দশক পর বিরোধী আসনে একক ভাবে কোনও দলের এতজন বিধায়ক রয়েছেন ৷ ফলে এবারের অধিবেশন যে বারবার উত্তপ্ত হয়ে উঠবে, তা বলাই বাহুল্য ৷