কলকাতা, 30 ডিসেম্বর :ক্রমশ সুস্থ হয়ে উঠছেন বিসিসিআই প্রেসিডেন্ট । উদ্বেগের কোনও কারণ নেই ৷ বৃহস্পতিবার সৌরভের মেডিক্যাল বুলেটিনে এমনই জানানো হয়েছে (Sourav Ganguly remains Stable ) ৷
তিনদিন ধরে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক । মারন ভাইরাস আক্রান্ত হলেও সৌরভ প্রথম থেকেই চিকিৎসায় সাড়া দিচ্ছেন । বিসিসিআই-এর সভাপতি সৌরভের (BCCI President Sourav Ganguly) চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে ৷ বোর্ডের মাথায় রয়েছেন চিকিৎসক দেবী শেট্টি ও চিকিৎসক আফতাব খান ৷ এছাড়াও চিকিৎসক সরোজ মণ্ডল, সপ্তর্ষি বসু, সৌতিক পাণ্ডাকে নিয়ে গঠিত তিন সদস্যের মেডিক্যাল বোর্ড প্রাক্তন তারকা ক্রিকেটারের চিকিৎসা করছে ৷