কলকাতা, 11 অক্টোবর : বিতর্কটা এসেই পড়ল । বিসিসিআইয়ের (BCCI) সভাপতি পদে আর সৌরভ নন । তাঁর বদলে সভাপতি পদে বসতে চলেছেন 83-র বিশ্বকাপ জয়ী দলের সদস্য রজার বিনি (Roger Binny) । শুধু সভাপতি নয়, বোর্ডের কোনও পদেই আর থাকছেন না মহারাজ ।
সেখান থেকেই প্রশ্ন উঠল, এর সঙ্গে কিন্তু কোনও রাজনীতির যোগ আছে ?
2021-এর বিধানসভা নির্বাচনের সময় শোনা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) যোগ দিতে পারেন বিজেপিতে । কিন্তু সব জল্পনা ভুল প্রমাণ করে সৌরভ কিন্তু থেকে যান রাজনীতি থেকে দূরে । সৌরভকে যেদিন ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে দূরে সরিয়ে দেওয়ার ঘটনা ঘটল, সেদিন নেপথ্যে সেই প্রসঙ্গই আরও একবার উঠে গেল । তবে কি বিজেপিতে যোগ না দেওয়ার মূল্য চোকাতে হল বেহালার বাঁহাতিকে ।
এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সাংসদ সৌগত রায় বলেন, ‘‘সৌরভ গঙ্গোপাধ্যায় কোনও পদ পাচ্ছেন না বা সভাপতি থাকছেন না, এটা বাঙালিদের জন্য দুঃসংবাদ । তিনি বাঙালির গর্ব, বাঙালির আইকন । একুশে সৌরভকে বিজেপিতে যোগদানের জন্য প্রচণ্ড চাপ দেওয়া হয়েছিল । নির্বাচনের পরে অমিত শাহ ওঁর বাড়ি পর্যন্ত গিয়েছিলেন ।’’
তাঁর অভিযোগ, ‘‘হয়তো বিজেপিতে যোগ না দেওয়ার জন্যই সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিসিসিআইয়ের কোনও পদ দেওয়া হল না ।’’ তিনি মনে করেন, এর বিরুদ্ধে বাঙালির গর্জে ওঠা উচিত । এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না ৷
একই ভাবে সৌরভের বিসিসিআইয়ের কোনও পদ না পাওয়ার পেছনে রাজনৈতিক অংক আছে মনে করছে সিপিএম (CPIM) । সিপিএমের প্রবীণ নেতা তথা সম্পাদক মণ্ডলী সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘‘ঘটনা প্রবাহ দেখে মনে হচ্ছে রাজনীতির শিকার হলেন তিনি (সৌরভ) । বিজেপি (BJP) বিসিসিআইয়ের সর্বোচ্চ পদে তাদের অনুগত কোনও লোককে চাইছে । সৌরভ গাঙ্গুলিরা তাঁদের ক্রিকেট জীবনে যেমন দাপিয়ে খেলেছেন । একই ভাবে ক্রিকেট প্রশাসনের হাল ধরবেন এমনটাই তো হওয়া উচিত । ফুটবলের ক্ষেত্রেও একই পথে গিয়েছে, ক্রিকেটেও চাটুকারদের অনুপ্রবেশ ঘটছে । দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায় এখনও সবটা পরিষ্কার নয় । তবে সৌরভের ক্ষেত্রে রাজনীতির খেলায় সরিয়ে দেওয়ার মনোভাব ঠিক নয় ।’’
যদিও তৃণমূল এবং সিপিএমের আনা অভিযোগ খারিজ করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র তথা প্রাক্তন বিধায়ক শমীক ভট্টাচার্য । তিনি বলেন, ‘‘কাউকে কোনও পদ দিয়ে দলের সামিল করবার রাজনীতি বিজেপি কখনও করেনি । সৌরভের মতো একজন তারকা যার এত গ্রহণযোগ্যতা আছে, দেশকে নেতৃত্ব দিয়েছেন, তাঁর কৃতিত্ব প্রশ্নাতীত । তাঁকে এই বিতর্কের মধ্যে টেনে এনে শুধু সৌরভ গঙ্গোপাধ্যায়কে নয়, সমগ্র বাংলা তথা ক্রিকেটপ্রেমীদের অপমান করা হচ্ছে । অতএব এই বিতর্ক অত্যন্ত দুর্ভাগ্যজনক ।’’
আরও পড়ুন :বিসিসিআই পরিচালনায় ধারাবাহিকতা থাকা উচিত, মত নিরঞ্জন শাহের