পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

চিকিৎসায় সাড়া দিচ্ছেন না, লাইফ সাপোর্টে সৌমিত্র চট্টোপাধ্যায় - সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা

"সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক । আমাদের সমস্ত চেষ্টা সত্ত্বেও চিকিৎসায় সাড়া দিচ্ছে না তাঁর শরীর । গত 24-30 ঘণ্টার মধ্যে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে । লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে ।" জানালেন চিকিৎসক অরিন্দম কর ।

সৌমিত্র চট্টোপাধ্যায়
সৌমিত্র চট্টোপাধ্যায়

By

Published : Nov 14, 2020, 9:59 PM IST

কলকাতা, 14 নভেম্বর : সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক । যদিও, তাঁকে সুস্থ করে তোলার জন্য শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা । তবে, মিরাকল ছাড়া কোনও আশা দেখছেন না তাঁরা । শনিবার রাতে অভিনেতার শারীরিক অবস্থার বিষয়ে এমনই জানানো হয়েছে হাসপাতাল থেকে ।

চিকিৎসক অরিন্দম করের অধীনে মিন্টোপার্কের কাছে এক বেসরকারি হাসপাতালে 6 অক্টোবর থেকে চিকিৎসা চলছে 85 বছর বয়সি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের । অভিনেতার শারীরিক অবস্থার বিষয়ে আজ রাতে চিকিৎসক অরিন্দম কর বলেন, "সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক । আমাদের সমস্ত চেষ্টা সত্ত্বেও চিকিৎসায় সাড়া দিচ্ছে না তাঁর শরীর । গত 24-30 ঘণ্টার মধ্যে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে । লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে ।"

তিনি বলেন, "এনকেফেলোপ‍্যাথির কারণে গত 40 দিন ধরে আমাদের কোনও চেষ্টা কাজে আসছে না । অ্যান্টিভাইরাল থেরাপি, স্টেরয়েড প্লাসমাফেরেসিস-সহ সব ধরনের চেষ্টা আমরা করেছি । বর্ষীয়ান এই অভিনেতাকে সুস্থ করে তোলার জন্য সরকারি এবং বেসরকারি স্তরের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন । তবে, এখনও কোনও চেষ্টা কাজে আসেনি ।"

অভিনেতার শারীরিক অবস্থার বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়েছে । তাঁরা পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন । অরিন্দম কর আরও বলেন, "এখনও পর্যন্ত সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক । আমাদের শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছি । কখনও কখনও মিরাকলও কাজ করে না ।"

অরিন্দমবাবুর কথায়, "পরিস্থিতি এখন এমনই যে মিরাকল ছাড়া তাঁকে সুস্থ করে তোলা সম্ভব বলে মনে হচ্ছে না ।" বেসরকারি ওই হাসপাতাল থেকে আজ রাতে জানানো হয়েছে, হয়ত সকলের প্রার্থনা, চিকিৎসকদের চেষ্টায় সৌমিত্রবাবুর শারীরিক অবস্থার উন্নতি হবে । তবে কতটা সম্ভব হবে, তা নিয়ে উদ্বেগে রয়েছেন চিকিৎসকরা ।

ABOUT THE AUTHOR

...view details