কলকাতা, 25 অক্টোবর : 20 দিন হাসপাতালে । তার মধ্যে 17 দিন ICU-তে কাটিয়ে দিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় । কখনও ভালো, কখনও খারাপ হয়েছে তাঁর শারীরিক অবস্থা । মাঝে স্বাস্থ্যের উন্নতি হয়েছিল । তবে গত তিনদিন ধরে ভালো নেই বাংলা চলচ্চিত্রের প্রবাদপ্রতিম অভিনেতা । আজও তিনি সংকটজনক, ETV ভারতকে জানালেন তাঁর চিকিৎসক ।
রবিবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসক বলেন, "আপনারা সকলে জানেন সৌমিত্রবাবু ভালো নেই । স্নায়ুর সমস্যা হচ্ছে ৷ স্নায়ুরোগ বিশেষজ্ঞরা বিকল্প উপায়ে স্নায়ু সজাগ রাখার চেষ্টা করছেন ৷"
চিকিৎসক আরও বলেন, "এতদিন ধরে 85 বছরের সৌমিত্রবাবুর শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক কাজ করছিল । তবে আগেই জানিয়েছিলাম, সেকেন্ডারি কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকতেই পারে । এতদিন ICU-তে থাকার কারণে, বয়েসের কারণে, কোমর্বিডিটি থাকার কারণে বেশকিছু সমস্যা হতে শুরু করেছে । প্লেটলেট কাউন্ট কমেছিল ৷ তা আরও কমেছে । রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও কমেছে । আমরা 'ট্রান্সফিউশন' ব্যবস্থা করছি, সৌমিত্রবাবুর শরীরে প্লেটলেটের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে ৷ ইউরিয়ার মাত্রা বেড়েছে । 'ভলিউম ট্রান্সফিউশন' দেওয়া হচ্ছে তাঁকে ।"