পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কমছে প্লেটলেট, অবস্থার অবনতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের - ভালো নেই সৌমিত্র চট্টোপাধ্য়ায়

চিকিৎসক জানিয়েছেন, প্লেটলেট কাউন্ট আরও কমেছে । রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও কমেছে । আপাতত সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্লেটলেটের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে ৷

soumitra-chatterjee
soumitra-chatterjee

By

Published : Oct 25, 2020, 9:46 PM IST

কলকাতা, 25 অক্টোবর : 20 দিন হাসপাতালে । তার মধ্যে 17 দিন ICU-তে কাটিয়ে দিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় । কখনও ভালো, কখনও খারাপ হয়েছে তাঁর শারীরিক অবস্থা । মাঝে স্বাস্থ্যের উন্নতি হয়েছিল । তবে গত তিনদিন ধরে ভালো নেই বাংলা চলচ্চিত্রের প্রবাদপ্রতিম অভিনেতা । আজও তিনি সংকটজনক, ETV ভারতকে জানালেন তাঁর চিকিৎসক ।

রবিবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসক বলেন, "আপনারা সকলে জানেন সৌমিত্রবাবু ভালো নেই । স্নায়ুর সমস্যা হচ্ছে ৷ স্নায়ুরোগ বিশেষজ্ঞরা বিকল্প উপায়ে স্নায়ু সজাগ রাখার চেষ্টা করছেন ৷"

চিকিৎসক আরও বলেন, "এতদিন ধরে 85 বছরের সৌমিত্রবাবুর শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক কাজ করছিল । তবে আগেই জানিয়েছিলাম, সেকেন্ডারি কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকতেই পারে । এতদিন ICU-তে থাকার কারণে, বয়েসের কারণে, কোমর্বিডিটি থাকার কারণে বেশকিছু সমস্যা হতে শুরু করেছে । প্লেটলেট কাউন্ট কমেছিল ৷ তা আরও কমেছে । রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও কমেছে । আমরা 'ট্রান্সফিউশন' ব্যবস্থা করছি, সৌমিত্রবাবুর শরীরে প্লেটলেটের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে ৷ ইউরিয়ার মাত্রা বেড়েছে । 'ভলিউম ট্রান্সফিউশন' দেওয়া হচ্ছে তাঁকে ।"

চিকিৎসক আরও জানান, "আগামীকাল আমরা আবার সৌমিত্রবাবুর পরিবারের সঙ্গে আলোচনা করব ৷ তাঁকে 'ইনভেসিভ এয়ারওয়ে সাপোর্ট' দেওয়া হবে কি-না এবং প্লাজ়মা ফেরেসিস করা হবে কি-না, এই বিষয়ে ৷"

এর মধ্যেও আশার কথা জানান চিকিৎসক ৷ তিনি বলেন, "সৌমিত্রবাবুর হার্ট ভালো কাজ করছে । অক্সিজেন নেওয়ার ক্ষমতাও রয়েছে । 2-4 লিটার অক্সিজেন সাপোর্ট প্রয়োজন হচ্ছে । ব্লাড প্রেশার সাপোর্টের প্রয়োজন হচ্ছে না এখনও । প্রস্রাবের পরিমাণও স্বাভাবিক রয়েছে । GI ফাংশনও ভালো আছে । লিভারের অবস্থাও ভালো । সৌমিত্রবাবু যাতে করে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান সেই চেষ্টাই করছি আমরা ।"

কোরোনা সংক্রমণ ধরা পড়ার পর 6 অক্টোবর কলকতার একটি বেসরকারি হাসপাতালে সৌমিত্র চট্টোপাধ্যায়কে ভরতি করা হয় ৷ গত সপ্তাহে ফের পরীক্ষার ফলাফল নেগেটিভ হয় ৷ এরপর তাঁকে নন-কোভিড বিভাগে স্থানান্তরিত করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details