পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

গান স্যালুটে শেষ বিদায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে - সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষকৃত্য

Last rite of veteran bengali actor Soumitra Chatterjee
সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষকৃত্য

By

Published : Nov 15, 2020, 2:32 PM IST

Updated : Nov 15, 2020, 8:53 PM IST

20:50 November 15

85 বছর বয়সে প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় । তাঁর সঙ্গে শেষ হল একটি যুগের । সত্যজিত রায়ের অপু থেকে সরোজ দে'র ক্ষিদদা, মানুষের মনে থেকে যাবেন তিনি ।

  • রাত 8 টা 15 মিনিট নাগাদ সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হয় । সেইসময় কেওড়াতলা মহাশ্মশানে উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, মালা রায়-সহ অন্যান্যরা ।

19:07 November 15

  • সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । শোকবার্তায় তিনি জানিয়েছেন,"সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যু গভীর দুঃখজনক,বাংলা চলচ্চিত্র চিরকাল ঋণস্বীকার করবে। আমি তাঁর পরিবারকে সমবেদনা জানাই। "

19:03 November 15

  • অনুগামীর ভিড় সামলাতে বন্ধ করা হল কেওড়াতলা শ্মশানের গেট । বাইরে দাঁড়িয়ে মোমবাতি হাতে শেষশ্রদ্ধা প্রয়াত অভিনেতাকে ।

18:53 November 15

শেষ বিদায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে
  • গান স্যালুটে শেষ বিদায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে ।

18:38 November 15

  • কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছাল সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ ।

18:00 November 15

  • প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধাজ্ঞাপন করে টুইট করেছেন শত্রুঘ্ন সিনহাও । লিখেছেন, "একটি যুগের অবসান হল ।"

17:56 November 15

  • শোকপ্রকাশ করে টুইট করেছেন বিশিষ্টি বলিউড অভিনেত্রী শাবানা আজ়মিও । সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি যে সিনেমাগুলিতে অভিনয় করেছেন, সেগুলির স্মৃতিচারণা করেছেন টুইটারে ।

17:53 November 15

  • শোকপ্রকাশ করে টুইট করেছে ফ্রান্সে অবস্থিত ভারতীয় দূতাবাস ।

17:50 November 15

প্রয়াত অভিনেতার শেষযাত্রায় মোমবাতি হাতে জুন মাল্য
  • সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষযাত্রায় মোমবাতি হাতে জুন মাল্য, শংকর চক্রবর্তী ও অন্যান্য বিশিষ্ট জনেরা ।

17:43 November 15

  • শেষ যাত্রায় হাঁটছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তীরাও ।

17:42 November 15

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ যাত্রা
  • শেষ যাত্রায় ভক্তদের ঢল ।

17:22 November 15

কেওড়াতলা মহাশ্মশানের পথে সৌমিত্র চট্টোপাধ্যায়
  • রবীন্দ্রসদন থেকে কেওড়াতলা মহাশ্মশানের পথে সৌমিত্র চট্টোপাধ্যায় ।

17:14 November 15

  • বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ।

17:12 November 15

রবীন্দ্রসদনে মুখ্যমন্ত্রী
  • সৌমিত্র চট্টোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে রবীন্দ্রসদনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

16:59 November 15

  • প্রয়াত অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে রবীন্দ্রসদনে ফিরহাদ হাকিম ।

16:35 November 15

  • নিজের গানের লাইন টুইটারে তুলে ধরে সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধাজ্ঞাপন অনুপম রায়ের ।

16:33 November 15

  • "একটা যুগের অবসান হল । ভারতের চলচ্চিত্র জগতের এই ক্ষতি পূরণ করার নয় ।" প্রয়াত অভিনেতাকে টুইটারে শ্রদ্ধাজ্ঞাপন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের ।

16:22 November 15

  • সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা । শোকবার্তায় তিনি লিখেছেন, "সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁর সৃষ্টিশীল কাজের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন ।"

16:17 November 15

শেষ শ্রদ্ধা জানাচ্ছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র
  • প্রয়াত অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন CPI(M) নেতা সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, সুজন চক্রবর্তী । রয়েছেন শতরূপ ঘোষও ।

16:11 November 15

  • প্রয়াত অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন অরিন্দম গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাওলি দাম-সহ বহু বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রী ।

16:03 November 15

রবীন্দ্রসনের শায়িত রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়
  • রবীন্দ্রসদনে শায়িত রয়েছেন প্রয়াত অভিনেতা । বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে শেষযাত্রা । পদযাত্রা করে রবীন্দ্র সদন থেকে সৌমিত্রবাবুর দেহ নিয়ে যাওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানে।

15:40 November 15

  • সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে মর্মাহত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় । লিখেছেন, "এই যন্ত্রণা একান্ত ব্যক্তিগত । তাঁকে হারানোর এই বেদনা ভাষায় ব্যক্ত করা যাবে না ।"

15:38 November 15

  • বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ করে টুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর । লিখেছেন, "সৌমিত্র চট্টোপাধ্যায়ের এভাবে চলে যাওয়া সিনেমা জগতের জন্য একটি বড় ক্ষতি ।"

15:33 November 15

  • প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে সদনে এসে পৌঁছালেন কৌশিক সেন ।

15:29 November 15

  • প্রয়াত অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে রবীন্দ্রসদনে CPI(M) নেতা সুজন চক্রবর্তী ।

15:26 November 15

  • রবীন্দ্রসদনে এসে পৌঁছাল সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ ।

15:20 November 15

  • টেকনিশিয়ানস স্টুডিয়ো থেকে রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মরদেহ ।

15:15 November 15

  • শ্রদ্ধাজ্ঞাপন করে টুইট করেছেন CPI (M) নেতা সূর্যকান্ত মিশ্র । লিখেছেন, "তিনি বেঁচে আছেন, থাকবেন, তাঁর অমর সৃষ্টিতে, স্মৃতিতে, অসংখ্য মানুষের অন্তরের অন্তঃস্থলে।"

15:13 November 15

  • শোকপ্রকাশ করে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও । লিখেছেন, "এই শূন্যতা পূরণ করা কঠিন ।"

15:10 November 15

রবীন্দ্র সদনে চলছে স্যানিটাইজ়েশনের কাজ
  • আর কিছুক্ষণের মধ্যেই রবীন্দ্র সদনে এসে পৌঁছাবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ । চলছে স্যানিটাইজ়েশনের কাজ ।

14:58 November 15

সৌমিত্র চট্টোপাধ্যায়ের আত্মার শান্তিকামনা করে টুইট সৌরভ গঙ্গোপাধ্যায়ের । প্রয়াত অভিনেতার সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন তিনি ।

14:51 November 15

টেকনিশিয়ানস স্টুডিয়োয় প্রয়াত অভিনেতাকে শেষ শ্রদ্ধা
  • টেকনিশিয়ানস স্টুডিয়োয় পৌঁছাল সৌমিত্র চট্টোপাধ্যায়ের মরদেহ ।

14:48 November 15

  • শোকপ্রকাশ করে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । লিখেছেন, "ভারতের রুপোলি পর্দা এক রত্নকে হারাল ।"

14:46 November 15

  • সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর । "বাংলার সিনেমা ও সাংস্কৃতিক জগতের জন্য বড় ক্ষতি" লিখলেন নরেন্দ্র মোদি ।

14:39 November 15

  • গল্ফগ্রিনের বাড়ি থেকে টেকনিশিয়ান স্টুডিয়োর দিকে নিয়ে যাওয়া হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ ।

14:24 November 15

গল্ফগ্রিনের বাড়িতে পৌঁছাল সৌমিত্র চট্টোপাধ্যায়ের মরদেহ
  • গল্ফগ্রিনের বাড়িতে পৌঁছাল সৌমিত্র চট্টোপাধ্যায়ের মরদেহ

14:06 November 15

  • হাসপাতাল থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মরদেহ বাড়ির উদ্দেশে রওনা
Last Updated : Nov 15, 2020, 8:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details