পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শূন্যস্থান পূরণ হয়ে যায়, কিন্তু ভালো মানুষ গেলে ক্ষতি : সৌগত - Sougata Roy

মুখ খুললেন সাংসদ সৌগত রায়। তিনি বলেন, "আমি দুঃখিত।" হঠাৎ করে কেন ইস্তফা দিল? ইটিভি ভারতের এই প্রশ্নের উত্তরে সৌগতবাবু বলেন, "আমি কিছু জানি না।" প্রভাব পড়বে কি না, এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, "এখনই বলা মুশকিল।"

Sougata Roy's reaction on Laxmiratan Shukla's resignation
শূন্যস্থান পূরণ হয়ে যায়, কিন্তু ভালো মানুষ গেলে ক্ষতি : সৌগত

By

Published : Jan 5, 2021, 4:23 PM IST

কলকাতা, 5 জানুয়ারি :মন্ত্রিসভাথেকেলক্ষ্মীরতন শুক্লার ইস্তফা দেওয়া নিয়ে দুঃখ প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সৌগত রায়। ইটিভি ভারতকে তিনি বলেন, "আমি দুঃখিত। শূন্যস্থান পূরণ হয়ে যায়। কিন্তু যে কোনও ভালো মানুষ গেলেই ক্ষতি।"

আজ হঠাৎই রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা। ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন তিনি। এখন দল ছাড়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এ বিষয়টিকে নিয়ে রীতিমতো বিস্মিত শাসক দলের নেতা মন্ত্রীরা।

তবে মুখ খুললেন সাংসদ সৌগত রায়। তিনি বলেন, "আমি দুঃখিত।" হঠাৎ করে কেন ইস্তফা দিল? ইটিভি ভারতের এই প্রশ্নের উত্তরে সৌগতবাবু বলেন, "আমি কিছু জানি না।" প্রভাব পড়বে কি না, এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, "এখনই বলা মুশকিল।"

আরও পড়ুন:মন্ত্রিত্ব ছাড়লেন লক্ষ্মীরতন শুক্লা

শূন্যস্থান পূর্ণ হয়ে যাওয়ার কথা বলেও সৌগত বলেন, "যে কোনও ভালো লোক গেলেই ক্ষতি।" দল ছাড়বেন না বলে আশাবাদী কি না জানতে চাইলে সৌগতবাবুর জবাব, "দল ছাড়বেন না বলে আশা করতে চাই না । তবে আবেদন করব উনি যাতে দলে থাকেন।"

ABOUT THE AUTHOR

...view details