কলকাতা, 10 জানুয়ারি: স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) তৈরির কথা বলেছে রাজ্য সরকার । এই এসওপি প্রতিটি বেসরকারি হাসপাতালকে মেনে চলতে বলা হয়েছে । প্রকল্পে যাতে কোনও সমস্যা দেখা না দেয়, তার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের পরামর্শও দিয়েছে সরকার ।
বেসরকারি হাসপাতালগুলির একটি সংগঠন অ্যাসোসিয়েশন অফ হসপিটালস অফ ইস্টার্ন ইন্ডিয়া (এএইচইআই)-এর সভাপতি রূপক বড়ুয়া বলেছেন, "স্বাস্থ্যসাথী প্রকল্পে যাতে সমসা থেকে না যায়, সেকারণে রাজ্য সরকারের সঙ্গে নিয়মিত আলোচনা এবং পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়েছে । এটি গঠন করবে বেসরকারি হাসপাতালগুলি । স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে থাকা রোগীদের জন্য এসওপি তৈরির কথাও বলেছে রাজ্য সরকার । এই এসওপি প্রতিটি বেসরকারি হাসপাতালকে মেনে চলতে বলা হয়েছে ।" এএইচইআই-এর সভাপতি আরও জানিয়েছেন, "রোগীদের সহায়তার জন্য প্রতিটি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী ডেস্ক চালুর কথা বলা হয়েছে । স্বাস্থ্যসাথীর অধীনে থাকা কোনও রোগীকে যাতে কোনও হেনস্থার সম্মুখীন হতে না হয়, তার জন্য এই ডেস্ক রাখা হবে । বেসরকারি হাসপাতালগুলির প্রতিনিধিদের সঙ্গে গতকাল রাজ্য সরকারের একটি বৈঠক হয় । সেখানেই এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে ।"