কলকাতা, 12 অক্টোবর : আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে নতুনভাবে সাজানো হল প্রদেশ কংগ্রেস কমিটি । ICC-র সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করলেন আজ । প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক করা হল 14 জনকে । এদের মধ্যে উল্লেখযোগ্য নতুন মুখ সদ্যপ্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের পুত্র রোহন মিত্র । এছাড়াও রয়েছেন বিরোধী দলের সচেতক মনোজ চক্রবর্তী, বিধায়ক মোস্তাক আলম, কাজী আবদুর রহিম, কৃষ্ণা দেবনাথসহ আরও কিছু নতুন মুখ ।
নয়া প্রদেশ কংগ্রেস কমিটিতে নতুন মুখ সোমেন পুত্র রোহন মিত্র - প্রদেশ কংগ্রেস কমিটিতে উল্লেখযোগ্য নতুন মুখ সোমেন পুত্র রোহন
কোঅর্ডিনেশন কমিটির সদস্য প্রদীপ ভট্টাচার্যকে বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতার দায়িত্ব দেওয়া হয়েছে । প্রচার কমিটিতে রয়েছেন প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় ।
সহ সভাপতি করা হয়েছে 11 জনকে । সেখানে উল্লেখযোগ্যভাবে রয়েছেন কংগ্রেসের দুই বিধায়ক সুখবিলাস বর্মা এবং অসিত মিত্র । ট্রেজ়ারার হয়েছেন সন্তোষ পাঠক । কোঅর্ডিনেশন কমিটিতে রয়েছেন তিনজন । তারমধ্যে প্রদীপ ভট্টাচার্য একজন । তাঁকে বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতার দায়িত্ব দেওয়া হয়েছে । প্রচার কমিটিতে থাকছেন প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়সহ আরও একজন । রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে রাখা হয়েছে ম্যানিফেস্টো কমিটিতে । এছাড়া রাজ্যের 28টি এলাকায় কার্যনির্বাহী সভাপতি মনোনীত করা হয়েছে । এক্সিকিউটিভ কমিটিতে রাখা হয়েছে 48 জনকে । সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি প্রদেশ নির্বাচন কমিটি । সেখানে থাকছেন 17 জন । তারমধ্যে অধীর রঞ্জন চৌধুরি, প্রদীপ ভট্টাচার্য, আবদুল মান্নানসহ রাজ্যের সিংহভাগ বিধায়কদের রাখা হয়েছে ।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি জানিয়েছেন, আগামী বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে AICC পশ্চিমবঙ্গ সংগঠনকে গুরুত্বসহকারে গঠন করতে চেয়েছে । তাই নতুন কমিটিতে ঠাঁই পেয়েছেন অনেক নতুন মুখ । যাঁদের দেখে সংগঠনের প্রতি আকৃষ্ট হবে বহু মানুষ ।