পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

অসুস্থ সোমেন মিত্র, ভরতি বেসরকারি হাসপাতালে - সোমেন মিত্র

কিডনি সংক্রান্ত সমস্যার জেরে হাসপাতালে ভরতি করা হল সোমেন মিত্রকে ৷

Somen Mitra
সোমেন মিত্র

By

Published : Jul 21, 2020, 12:22 PM IST

কলকাতা, 21 জুলাই : অসুস্থ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ৷ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়েছে ৷ আপাতত তিনি বিপন্মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷

কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন সোমেন মিত্র ৷ গতরাতে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে গেছে ৷ প্রাথমিক চিকিৎসার পর আপাতত তা নিয়ন্ত্রণে ৷ কিন্তু 24 ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ তাঁর কোরোনা পরীক্ষা করা হয়েছে ৷ রিপোর্ট নেগেটিভ এসেছে বলে হাসপাতাল সূত্রে খবর ৷

সোমেন মিত্রের পরিবার সূত্রে জানা গেছে, গতরাতে তাঁর ভালো ঘুম হয়েছে ৷ চিকিৎসকরা অনুমতি দিলে আজই তাঁকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হবে ৷ এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতির অসুস্থতার খবর পেয়ে ফোন করেন সোনিয়া গান্ধি ৷

সম্প্রতি পাড়ায় কোরোনার সংক্রমণের খবর পাওয়ার পর থেকেই গৃহবন্দী ছিলেন সোমেনবাবু ৷

ABOUT THE AUTHOR

...view details