পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

31-এ বন্ধ নয় কিছু ট্রেজারি অফিস, পে কমিশনের বকেয়া মেটাতে নির্দেশ - ছুটির বিজ্ঞপ্তি

রাজ্য অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, নতুন পে কমিশনের বিল বকেয়া থাকলে তা পাস করানোর জন্য সংশ্লিষ্ট জেলার ট্রেজারিগুলিকে ৩১ জানুয়ারি অফিস খুলতে হবে ।

State govt. leave notice
ট্রেজারি অফিস

By

Published : Jan 29, 2020, 2:58 PM IST

কলকাতা, 29 জানুয়ারি: নয়া পে কমিশনের বকেয়ার কথা মাথায় রেখে সংশ্লিষ্ট জেলার ট্রেজারি অফিসগুলিকে আগামী 31 জানুয়ারি অফিস খুলে রাখার নির্দেশিকা দিল রাজ‍্যের অর্থ দপ্তর। অন্যদিকে পুরোনো নির্দেশিকা অনুযায়ী 29 থেকে 31 জানুয়ারি পর্যন্ত রাজ‍্য সরকারের সমস্ত অফিস বন্ধ থাকছে ।

পর পর দু'দফায় সরস্বতী পুজোর ছুটির নির্দেশিকা জারি করে অর্থ দপ্তর। প্রথমে 30 ও 31 জানুয়ারির ছুটি ঘোষিত হয় । 28 জানুয়ারি ঘোষণা হয়ে 29 জানুয়ারির ছুটির কথা । এইসঙ্গে 1 ও 2 ফেব্রুয়ারি শনি এবং রবিবার হওয়ায় টানা 5 দিনের ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন রাজ‍্য সরকারি কর্মীরা ।

তবে নবান্নের আজকের বিজ্ঞপ্তিতে কিছুটা হতাশ হতে পারেন নয়া পে-কমিশনের বেতন বকেয়া রাখা জেলার ট্রেজারি অফিসগুলির কর্মীরা । রাজ্য অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, নতুন পে কমিশনের বিল বকেয়া থাকলে তা পাশ করানোর জন্য সংশ্লিষ্ট জেলার ট্রেজারি অফিসগুলিকে 31 জানুয়ারি অফিস খুলতে হবে ।

অন্যদিকে রাজ্য সরকারের অন্যান্য অফিসগুলি পূর্ব ঘোষণা মতো 29 থেকে 31 অবধি বন্ধ থাকবে । পাশাপাশি যে ট্রেজারি অফিসগুলি পে কমিশনের বিল বকেয়া রাখেনি রাজ্যের নির্দেশিকা অনুযায়ী তারাও ছুটি উপভোগ করার সুযোগ পাবেন ।

ABOUT THE AUTHOR

...view details