কলকাতা, 29 জানুয়ারি: নয়া পে কমিশনের বকেয়ার কথা মাথায় রেখে সংশ্লিষ্ট জেলার ট্রেজারি অফিসগুলিকে আগামী 31 জানুয়ারি অফিস খুলে রাখার নির্দেশিকা দিল রাজ্যের অর্থ দপ্তর। অন্যদিকে পুরোনো নির্দেশিকা অনুযায়ী 29 থেকে 31 জানুয়ারি পর্যন্ত রাজ্য সরকারের সমস্ত অফিস বন্ধ থাকছে ।
পর পর দু'দফায় সরস্বতী পুজোর ছুটির নির্দেশিকা জারি করে অর্থ দপ্তর। প্রথমে 30 ও 31 জানুয়ারির ছুটি ঘোষিত হয় । 28 জানুয়ারি ঘোষণা হয়ে 29 জানুয়ারির ছুটির কথা । এইসঙ্গে 1 ও 2 ফেব্রুয়ারি শনি এবং রবিবার হওয়ায় টানা 5 দিনের ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা ।