কলকাতা, 5 মে : তীব্র গরমে স্কুল পড়ুয়াদের সুস্থতার কথা মাথায় রেখে গত 2 মে থেকে সরকারি স্কুলগুলিতে ছুটি পড়ে গেলেও, একাধিক বেসরকারি স্কুল আবার ফিরিয়ে এনেছে অনলাইনে পঠনপাঠন ব্যবস্থা । তবে গত কয়েকদিন বৃষ্টি হয়ে কিছুটা আবহাওয়ার উন্নতি হতেই, বেশ কিছু বেসরকারি স্কুল পুনরায় পড়ুয়াদের নিয়ে স্কুলে পঠনপাঠন শুরু করেছে (some of the private schools call back students to schools) ।
গরমের জন্য একদিকে যেমন গরমের ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্যের সরকারি স্কুলগুলিতে ৷ অন্যদিকে বেসরকারি স্কুলগুলিতে এখনও ছুটি ঘোষণা করেনি । বরং কিছু স্কুলে নিচু শ্রেণিতে অনলাইনে পড়াশোনা চলছে ৷ পাশাপাশি বড় ক্লাসের পড়ুয়াদের স্কুলে গিয়েই ক্লাস করতে হচ্ছে । গরমের আঁচ কিছুটা কম হতেই পড়ুয়ারা আবার ফিরেছে স্কুলে । সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানি বলেন, "আবহাওয়ার কিছুটা উন্নতি দেখে গত সোমবার থেকে দ্বিতীয় শ্রেণি থেকে একেবারে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য আবার স্কুলে এসে পড়াশোনা শুরু হয়েছে । তবে সরকারি নির্দেশিকা মেনে আমরা হয়তো গরমের ছুটি কিছুটা এগিয়ে আনব । এই বিষয় দ্রুত স্কুল কতৃপক্ষ সিদ্ধান্ত নেবে ।"
অন্যদিকে একাধিক সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মতে সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য এ যেন স্বস্তির বৃষ্টি আর অস্বস্তির ছুটি । কারণ ছুটি পড়ে যাওয়ায় বহু স্কুলে পরীক্ষা মাঝপথেই বন্ধ হয়েছে । 45 দিনের গরমের ছুটির জন্য পড়ুয়ারা অনেকটা পিছিয়ে যাবে । সিলেবাস শেষ হওয়ার ক্ষেত্রেও সমস্যা হবে বলে মনে করছে শিক্ষামহল । এই বিষয় অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস-এর রাজ্য সম্পাদক চন্দন মাইতি বলেন, "অবিলম্বে সরকারি স্কুলগুলিতে পুনরায় খোলার আর্জি জানিয়ে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছি । বর্তমানে রাজ্যের আবহাওয়া বেশ ভাল । নেই তাপপ্রবাহ । বৃষ্টি হয়ে যাওয়ার ফলে চারদিকের আবহাওয়া এখন অনেকটা ঠান্ডা ও স্বাভাবিক হয়েছে । এমনকি উত্তরবঙ্গে পড়ুয়ারা সোয়েটার পড়ে অনেকে স্কুলে গেছে । তাই অবিলম্বে সরকারি স্কুল গুলি খোলার আবেদন রইল । প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সহ একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হোক ।"