নয়াদিল্লি, 8 জুলাই: শুক্রবার 50-এ পা রেখেছেন ভারতীয় ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly Birthday) ৷ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন এই বাঙালি অধিনায়ককে 'অফ সাইডের ভগবান' বলতেন রাহুল দ্রাবিড় ৷ দেশের ক্রিকেট ইতিহাসে সৌরভের অবদান প্রসঙ্গে নতুন করে বলার কিছু নেই ৷ বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ পদে রয়েছেন দাদা ৷ বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে নয়া মাইলফলকও ছুঁয়েছেন সৌরভ ৷
প্রায় দু'দশকের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে একাধিক রেকর্ড, সম্মানের অধিকারী হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সৌরভের পরিচিত তাঁর অসাধারণ নেতৃত্বের জন্য ৷ 1996 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে অভিষেক হয় 'দাদা'র ৷ লর্ডসে অভিষেক টেস্টে শতরান করে নজর কারেন সৌরভ ৷ দ্বিতীয় টেস্টেও শতরান আসে তাঁর ব্যাট থেকে ৷ বিশ্ব ক্রিকেটে তৃতীয় ব্যক্তি হিসেবে জীবনের প্রথম দুটি টেস্ট ইনিংসে শতরান করে নজির গড়েন সৌরভ ৷
1997 সালে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে পরপর 4 ম্যাচে 'ম্যান অফ দ্য ম্যাচ' নির্বাচিত হন 'প্রিন্স অফ ক্যালকাটা' ৷ 1999 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে টনটনে তাঁর 183 রান আজও স্মরণীয় ৷ সেই ম্যাচে রাহুল দ্রাবিড়ের সঙ্গে 318 রানের পার্টনারশিপ ছিল সৌরভের ৷
2000 সালে ম্যাচ গড়াপেটায় নাম জড়ায় ভারতীয় ক্রিকেট দলের ৷ সেসময় দলের নেতৃত্বের দায়িত্ব পান সৌরভ ৷ দায়িত্ব পেয়েই সৌরভ জোর দেন দলে নতুন মুখ তুলে আনতে ৷ সৌরভের নেতৃত্বে ভারতীয় দলের প্রথম ম্যাচ ছিল 2000 সালের আইসিসি নক-আউট ট্রফিতে ৷ 2001 সালে সৌরভের নেতৃত্বেই ভারতীয় টেস্ট দল 2-1 ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে জিতে নেয় বর্ডার-গাভাস্কর ট্রফি ৷ যা ভারতীয় ক্রিকেটের এক অন্যতম মাইলস্টোন ৷