কলকাতা, 9 জুন : বাসের ভাড়া ঠিক করা নিয়ে ফের একটি কমিটি গঠন হতে চলেছে । তবে, আগের বেশ কয়েকবারের মতো এবারের কমিটি শেষ পর্যন্ত রিপোর্ট জমা দিয়ে কোনও সুরাহার পথ বাতলে দিতে পারবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে বাস মালিকদের একাংশের মনে । একদিকে সংক্রমণ, অন্যদিকে জ্বালানির আকাশছোঁয়া দাম ৷ এই জোড়া ফলায় জেরবার হচ্ছেন বেসরকারি বাস মালিকরা । শহর সহ বিভিন্ন জেলাতে প্রতিবাদে সরব হচ্ছে বেসরকারি বাস মালিক ও কর্মীরা ।
জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন যে, ‘‘রাজ্যের নয়া পরিবহন মন্ত্রী এবার নতুন একটি কমিটি গঠন করার কথা বলেছেন । এই নতুন কমিটি কবে গঠন করা হবে এবং কবেই বা তার রিপোর্ট আসবে তা আমরা জানি না । ততদিন কি চাতক পাখির মতো বাস মালিকরা অপেক্ষা করবে ? আমরা বারবার একটি রেগুলেটরি কমিটির কথা বলেছিলাম ৷ যেটা সারা বছর ধরেই কাজ করবে । শুধুমাত্র ভাড়া বৃদ্ধির বিষয়ই নয়, সেই কমিটি সমস্ত বিষয়ের দিকে নজর রাখবে । কিন্তু তেমনটা হয়নি । এই নতুন কমিটি কতটা ফলপ্রসূ হবে জানা নেই’’ ।
অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল বাস এন্ড মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রদীপনারায়ণ বসু বলেন, ‘‘আগের কমিটির ক্ষেত্রে কোনও লাভ না হলেও, আমাদের আশা যে এবারের যে কমিটিটি গঠন হতে চলেছে তাতে কাজ হবে । গতবার কাগজে-কলমে কমিটির অস্তিত্ব ছিল । তবে, এবারের কমিটিতে বাস মালিকদের কথাও শোনা হবে । তাই আমার মনে হয় যে এবারের কমিটি ফলপ্রসূ হবে ৷’’