পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পরও মিলল না সমাধানসূত্র, ধর্মঘটের সিদ্ধান্তে অনড় বাস মালিকরা - মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পরেও ধর্মঘটের সিদ্ধান্তে অনড় বাস মালিকরা

জ্বালানির লাগামছাড়া মূল্যবৃদ্ধি হলেও ভাড়া বাড়েনি বেসরকারি বাস ও মিনিবাসের ৷ সরকারের কাছে বহুবার আবেদন করেও কাজ হয়নি ৷ এর প্রতিবাদে 28 জানুয়ারি থেকে 72 ঘণ্টার বাস ধর্মঘটের ডাক দিয়েছে বেসরকারি বাস মালিক সংগঠনগুলো ৷

bus strike
বাস ধর্মঘটের সিদ্ধান্তে অনড় মালিকেরা

By

Published : Jan 25, 2021, 7:23 AM IST

Updated : Jan 25, 2021, 7:38 AM IST

কলকাতা, 25 জানুয়ারি : মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও পরিবহন সচিব প্রভাত মিশ্রর সঙ্গে বৈঠকে বসেছিল বাস ও মিনিবাস মালিক সংগঠন । কিন্তু বৈঠকের পরও ধর্মঘটের সিদ্ধান্তেই অনড় রয়েছে তারা ।
জ্বালানির লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে 28, 29 ও 30 জানুয়ারি রাজ্যজুড়ে বেসরকারি বাস ও মিনিবাস ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠনগুলি । বাস মালিকরা বলেন, জ্বালানি তেলের দাম সহ আরও বেশ কয়েক দফা দাবি নিয়ে বহুদিন ধরেই সরকারের নজর আকর্ষণ করার চেষ্টা করেও ব্যর্থ হন তাঁরা । তাই এবার সবকটি সংগঠন মিলে এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে ।

বর্তমানে জ্বালানির দাম যে জায়গায় গিয়ে ঠেকেছে তার ফলে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে বেসরকারি বাস মালিকদের । দীর্ঘদিন ধরে দাবি জানালেও রাজ্য সরকার বেসরকারি বাস মালিকদের সমস্যার প্রতি উদাসীন মনোভাব দেখিয়েছে বলে অভিযোগ। বেঙ্গল বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক সুরজিৎ সাহা বলেন, "আজ পাঁচটি বাস সংগঠনের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব ও পরিবহন সচিব । আমরা আমাদের অভিযোগ ও দাবিদাওয়াগুলি আলোচনার মাধ্যমে তাঁদের সামনে তুলে ধরেছি। দাবিগুলি নিয়ে তাঁরা বিবেচনার আশ্বাস দিয়েছেন। তবে 28 জানুয়ারির আগে কোনও ইতিবাচক সিদ্ধান্ত না হলে আমরা ধর্মঘটের পথেই এগোব।"

আরও পড়ুন : এক লহমায় পকেট গরম, চরম বিপদ ডাকবেন কি ?

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "বর্তমানে ডিজ়েলের মূল্য 80 টাকা প্রতি লিটার ছুঁইছুঁই ৷ এই অবস্থায় আমরা আগে থেকেই বাস ভাড়া বৃদ্ধির জন্য দফায় দফায় আবেদন করেছি ৷ বেসরকারি বাস ব্যবসা একেবারে কোমায় চলে গিয়েছে। তাই এই শিল্পকে ঘুরে দাঁড়াতে হলে অবিলম্বে ডিজ়েলকে জিএসটি-র আওতায় আনতে হবে । বৈঠক ইতিবাচক হলেও 28 জানুয়ারির আগে কোনও ইতিবাচক সিদ্ধান্ত না হলে আমার ধর্মঘটের সিদ্ধান্তেই অনড় থাকব।"

Last Updated : Jan 25, 2021, 7:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details