পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Social Sector of KMC : করোনা কমায় শুরু হচ্ছে প্রশিক্ষণ, এবার কাজের ব্যবস্থাও করবে কলকাতা পৌরনিগম - আগামী মে মাস থেকে ফের প্রশিক্ষণ শুরু হবে

কলকাতা পৌরনিগমের সমাজকল্যাণ বিভাগ বিভিন্ন সময় ছেলে-মেয়েদের স্বনির্ভর করার লক্ষ্যে একাধিক প্রশিক্ষণ দিয়ে থাকে । করোনার জেরে তা বন্ধ হয়ে যায় ৷ কলকাতা পৌরনিগমের সোশ্যাল সেক্টর সিদ্ধান্ত নিয়েছে, আগামী মে মাস থেকে ফের প্রশিক্ষণ শুরু হবে (Social Sector of KMC will start training again from May) ।

KMC
বার কাজের ব্যবস্থাও করবে কলকাতা পৌরনিগম

By

Published : Apr 13, 2022, 8:37 PM IST

কলকাতা, 13 এপ্রিল : স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটির টাকায় কলকাতা পৌরনিগমের সমাজকল্যাণ বিভাগ বিভিন্ন সময় ছেলে-মেয়েদের স্বনির্ভর করার লক্ষ্যে একাধিক প্রশিক্ষণ দিয়ে থাকে । করোনায় তা বন্ধ হয়ে যাওয়ার ফের তা শুরু হচ্ছে (Social Sector of KMC will start training again from May) ৷

মহিলাদের স্বনির্ভর করতে সেলাই, বিউটিশিয়ান প্রশিক্ষণ, ছেলেদের ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয় । প্রশিক্ষণ শেষে তাঁরা নিজেদের মতো ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন । এবার মহিলাদের প্রশিক্ষণ দেওয়ার পর কাজের ব্যবস্থা করে দেবে খোদ কলকাতা পৌরনিগম ।

সমাজকল্যাণ বিভাগের তরফে এই কাজ নিয়মিত হলেও কয়েক বছর ধরেই তার বহর কমছিল। শেষপর্যন্ত করোনার জেরে গত দু’বছর ধরে এই প্রশিক্ষণ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় । ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে জনজীবন । ফলে কলকাতা পৌরনিগমের সোশ্যাল সেক্টর সিদ্ধান্ত নিয়েছে, ফের আর্থিকভাবে পিছিয়ে পরা ছেলে-মেয়েদের আগামী মে মাস থেকে প্রশিক্ষণ শুরু হবে । এবার প্রশিক্ষণের পাশাপাশি কর্মসংস্থানেরও সুযোগ করে দেবে কলকাতা পৌরনিগম । ইতিমধ্যে তা নিয়ে সমাজকল্যাণ বিভাগের আধিকারিকদের সঙ্গে বিভিন্ন বেসরকারি সংস্থার কথাও হয়েছে ।

আরও পড়ুন : ফোনের ওপারে ডাক্তার, কলকাতায় এবার স্থায়ী টেলিমেডিসিন পরিষেবা

কলকাতা পৌরনিগমের সমাজকল্যাণ বিভাগের মেয়র পারিষদ সদস্য মিতালি বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মে মাস থেকে ফের মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে প্রশিক্ষণ শুরু করা হচ্ছে । প্রশিক্ষণের পর এবার থেকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে । সেই উদ্দেশ্য আমরা বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলছি ।’’

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details