পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Transport Strike: কর্মবিরতি প্রত্যাহারের আবেদন পরিবহণ মন্ত্রীর, দাবিতে অনড় এসবিএসটিসি-র কর্মীরা

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীদের (SBSTC Contractual staff strike) সঙ্গে বৈঠকে বসা হবে বলে আশ্বাস দিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehasis Chakraborty)। তবে আপাতত কর্মবিরতি প্রত্যাহারের আর্জি জানিয়েছেন তিনি (Transport Strike)৷

Snehasis Chakraborty requests SBSTC Contractual staffs to withdraw their strike
কর্মবিরতি প্রত্যাহারের আবেদন পরিবহণ মন্ত্রীর, দাবিতে অনড় এসবিএসটিসি-র কর্মীরা

By

Published : Sep 26, 2022, 3:45 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর:দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীদের অবিলম্বে কর্মবিরতি (SBSTC Contractual staff strike) প্রত্যাহারের আবেদন জানালেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী । তিনি জানিয়েছেন যে, পরিবহণ নিগমের পক্ষ থেকে মাসে অন্তত 26 দিন যাতে এই অস্থায়ী কর্মীরা কাজ পান, সেই বিষয়টিও দেখা হবে । আজ উত্তরবঙ্গ থেকে সংবাদমাধ্যমে এমনই আশ্বাস দেন পরিবহণমন্ত্রী (Snehasis Chakraborty)। তবে মৌখিক নয়, লিখিত আশ্বাস চাইছেন বিক্ষোভরত কর্মীরা (Transport Strike)৷

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (SBSTC) অস্থায়ী কর্মীদের কর্মবিরতি প্রায় এক সপ্তাহ হতে চলল । স্বাভাবিকভাবেই পুজোর আগে দক্ষিণবঙ্গে যাতায়াতের ক্ষেত্রে নাকাল হতে হচ্ছে যাত্রীদের । জেলা থেকে আসা এবং কলকাতা থেকে জেলায় যাওয়ার জন্য একাধিক বাস বাতিল হচ্ছে কর্মীর অভাবে । রাজ্যের প্রায় সবকটি ডিপোতে চলছে বিক্ষোভ এবং কর্মবিরতি ।

এই অবস্থায় যাত্রীদের দুর্ভোগ মেটাতে তৎপর হলেন পরিবহণমন্ত্রী ৷ তিনি জানিয়েছেন যে, কর্মীদের সমস্যার কথা মাথায় রেখে পুজোর পরই তাঁদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি ৷ সেই বৈঠকে তাঁদের দাবিদাওয়াগুলি নিয়ে আলোচনা করা হবে । তবে আপাতত কর্মবিরতি তুলে নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তিনি ৷

তবে পরিবহণমন্ত্রীর আশ্বাসের পরেও কতটা স্বাভাবিক হবে পরিস্থিতি, তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে । কারণ আজ দুর্গাপুরের বাস ডিপোতে AICCTU ও CITU-র বৈঠক চলছে ৷ সেই বৈঠকেই তাদের পরবর্তী অবস্থান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ।

আরও পড়ুন:সরকারি বাসের অস্থায়ী কর্মীদের ধর্মঘটের জেরে বিপাকে যাত্রীরা

গত শুক্রবার থেকে আসানসোলের বাস ডিপোয় প্রথম বিক্ষোভ সমাবেশ করেন এসবিএসটিসি (SBSTC)-র অস্থায়ী কর্মীরা । এরপর ধীরে ধীরে বাকি ডিপোগুলিতে শুরু হয়েছে কর্মিবিরতি । দ্রুত স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি-সহ বাকি সুযোগ সুবিধা দেওয়া - এমনই কয়েক দফা দাবি রয়েছে কর্মীদের । সংগঠনের পক্ষ থেকে অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের দাবিগুলি জানিয়ে এলেও কোনও কাজ হয়নি ।

AICCTU-র রাজ্য সম্পাদক দিবাকর ভট্টাচার্য বলেন, "দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের অস্থায়ী শ্রমিকরা গত 18 সেপ্টেম্বর থেকে যে লড়াই চালাচ্ছেন, তার প্রতি সমর্থন জানিয়ে আজ দুর্গাপুরের এসবিএসটিসি নিগমের সদর দফতরের সামনে এক সভা অনুষ্ঠিত হয় । এই সভায় সিআইটিইউ-এর পরিবহণ শিল্পের নেতা জীবন সাহা, এআইসিসিটিইউ-এর রাজ্য নেতা সোমনাথ চট্টোপাধ্যায়-সহ বিভিন্ন নেতৃত্ব বক্তব্য রাখেন । পরিবহণ মন্ত্রী কিছু মৌখিক প্রতিশ্রুতি দিয়েছেন । আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে লিখিতভাবে পরিবহণ দফতরের পক্ষ থেকে তা জানাতে হবে । তারপর শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন ।" আজ তাঁরা বৈঠকের পরে দুর্গাপুরের পরিবহণ আধিকারিকের কাছে ডেপুটেশনও জমা দেবেন ।

ABOUT THE AUTHOR

...view details