কলকাতা, 24 ডিসেম্বর : ট্রেনে উঠেছিল সাধারণ যাত্রীর বেশে, যেন একই পরিবারের সদস্য । কিন্তু তাদের সঙ্গে থাকা সুটকেস বা ব্যাগে যে গাঁজা ছিল, টের পাননি সহযাত্রীরা । শিলিগুড়ি থেকে ওরা এসে নামে উলেটোডাঙা স্টেশনে । তারপর সঙ্গে থাকা মাদক তুলে দিতে যায় নিউ ব্যারাকপুরে ৷ সেখানে দুই ব্যক্তির হাতে ওই ব্যাগ ও সুটকেস তুলে দেওয়ার কথা ছিল । খবর ছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে । মাদক পাচারের আগেই পুলিশ গ্রেপ্তার করে তিন মহিলা-সহ পাঁচজনকে ।
উত্তরবঙ্গ থেকে কলকাতায় গাঁজা পাচার, গ্রেপ্তার 3 মহিলাসহ 5 - Kolkata
গাঁজা পাচারচক্রের পর্দাফাঁস ৷ নিউ ব্যারাকপুর থেকে গ্রেপ্তার তিন মহিলাসহ পাঁচজন ৷
লালবাজার সূত্রে খবর, ধৃত তিন মহিলার নাম পার্বতী রায়, মালতী রায় এবং আমিনা ওরফে পিঙ্কি খাতুন ৷ পার্বতী ও মালতীর বাড়ি শিলিগুড়ির টিকিয়াপাড়ার মাতঙ্গিনী পল্লিতে ৷ আমিনার বাড়ি বাঘাযতীন পার্কে ৷ তিনজনই আজ উল্টোডাঙা স্টেশনে নামে ৷ তাদের সঙ্গে থাকা সুটকেস ও ব্যাগে ছিল 52 কেজি 335 গ্রাম গাঁজা । গোয়েন্দাদের কাছে খবর ছিলই । নির্দিষ্ট খবরের ভিত্তিতে তারা অনুসরণ করতে শুরু করেন ওই তিন মহিলাকে । 16 9/1 CIT স্কিমের সামনে পৌঁছায় ওই তিন মহিলা । সেখানে নিউ ব্যারাকপুরে উপস্থিত হয় দুই ব্যাক্তি । তাদের হাতেই গাঁজা তুলে দিতে যায় ওই মহিলারা । সেই সূত্রে গ্রেপ্তার করা হয় দুই ব্যক্তিকে ।
পুলিশ সূত্রে জানা গেছে, নিউ ব্যারাকপুরের লেলিনগড়ের সমর পাল ও অনুপ অধিকারী কলকাতায় গাঁজার ক্যারিয়ারের কাজ করছিল । তিন মহিলাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।