কলকাতা, 22 ডিসেম্বর : বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢুকেছিল চোরাই সোনা । তারপর তা আনা হয়েছিল কলকাতায় । উদ্দেশ্য ছিল বড়বাজারে নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া । কিন্তু সেই চেষ্টা সফল হল না । তার আগেই পাচারকারীকে ধরে ফেলল কলকাতা পুলিশের STF (স্পেশাল টাস্ক ফোর্স) । তার কাছে উদ্ধার হয়েছে এক কেজি সোনার বার । যার বাজার মূল্য কয়েক লাখ টাকা ।
সোনার বারসহ STF-এর জালে পাচারকারী - স্পেশাল টাস্ক ফোর্স
1 কেজি সোনার বারসহ শিয়ালদা স্টেশন থেকে গ্রেপ্তার এক স্মাগলার ৷
পুলিশ সূত্রে খবর, গোয়েন্দাদের কাছে খবর ছিল শহরে ঢুকবে চোরাই সোনা । সেই মতো রাখা হচ্ছিল নজর । শিয়ালদা স্টেশনের পার্কিং লটের সামনে এক সন্দেহভাজনকে আটক করে পুলিশ । তার নাম কাজিরুল মল্লিক । নদিয়ার কালীগঞ্জের বাসিন্দা ৷ গতরাত ন'টা নাগাদ তাকে আটক করে STF-এর গোয়েন্দারা । তল্লাশি চালাতে উদ্ধার হয় এক কেজি সোনার বার । তার হাঁটুতে ছিল একটি অ্যাঙ্কলেট । তার মধ্যেই সেই সোনার বারটি আটকে রেখেছিল সে । এরপর তাকে গ্রেপ্তার করে পুলিশ ।
পুলিশ সূত্রে খবর, কাজিরুল জেরায় জানিয়েছে সে পাচারকারী নয় । তার কাজ ছিল ওই সোনার বার কলকাতায় নির্দিষ্ট ব্যক্তির হাতে পৌঁছে দেওয়া । সে স্বীকার করে নিয়েছে বাংলাদেশ সীমান্ত দিয়েই সোনার বার ঢুকেছিল । কার কাছে কাজিরুল ওই সোনার বার তুলে দিত তার খোঁজ শুরু করেছে পুলিশ ।