কলকাতা, 16 মার্চ : মেয়ো রোডে ঠিক দেড়শো দিন আগে শুরু হয়েছিল তাদের অবস্থান বিক্ষোভ। তার আগে সল্টলেকে 187 দিন ৷ সবমিলিয়ে আন্দোলন পূর্ণ করল এক বছর ৷ কিন্তু মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও স্টেট লেভেল সিলেকশন টেস্ট উত্তীর্ণদের চাকরির নিয়োগ প্রক্রিয়া শুরু হল না এখনও (SLST passed candidates agitation at Mayo road completes a year) । এক বছর পর এসেও আন্দোলন জারি রাখা এসএলএসটি উত্তীর্ণরা কী বলছেন ? খোঁজ নিল ইটিভি ভারত ৷
দেড়শো দিন আগে যে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসেছিলেন এসএলএসটি উত্তীর্ণরা, আন্দোলনের বর্ষপূর্তিতে বুধবার সেখানে গিয়ে দেখা গেল বদলায়নি ছবিটা ৷ বরং আন্দোলনকারীদের কন্ঠ জোরালো হয়েছে আরও ৷ আন্দোলনকারী তথা এসএলএসটি উত্তীর্ণরা জানাচ্ছেন, তাঁদের দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য চলবে এই বিক্ষোভ সমাবেশ।
আন্দোলনকারীদের অভিযোগ, নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক-শিক্ষিকা নিয়োগের জন্য যে পরীক্ষা তাতে নাম থাকা সত্ত্বেও এখনও চাকরির ডাক পাননি তারা। চাকরির দাবিতে 2019 সালে প্রথম প্রেসক্লাবের সামনে অনশনে বসে এসএলএসটি উত্তীর্ণরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায় সাময়িকভাবে আন্দোলন তুলে নেওয়া হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে সমস্যা সমাধানের জন্য চাকরি প্রার্থীদের পাঁচ ও শিক্ষা দফতরের পাঁচ সদস্যদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। কিন্তু সুরাহা কিছু হয়নি ৷ তাই ফের গতবছর থেকে শুরু হয় আন্দোলন ৷
আরও পড়ুন : চাকরির দাবিতে প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীদের বিক্ষোভ, উত্তেজনা হাজরায়
আন্দোলনকারী অভিষেক সেন বলেন, "আজ আমাদের আন্দোলনের এক বছর পূর্ণ হল। তবুও আমরা যে তিমিরে থেকে এই আন্দোলন শুরু করেছিলাম সেখানেই রয়ে গেলাম । মুখ্যমন্ত্রীর নির্দেশে কমিটি গঠনের পর শিক্ষা দফতরের সঙ্গে ওই পাঁচ সদস্যের শিক্ষক পদপ্রার্থীদের কমিটি আলোচনার মাধ্যমে নীচের র্যাংকের প্রার্থীদের চাকরির সুযোগ করে দেয়। যাঁরা যোগ্য তারাই বঞ্চিত হয়। তারপর আরও অনেকটা সময় কেটে গেলে। কিন্তু সমস্যার সমাধান হল না। আমাদের ভবিষৎ অন্ধকার। অনেকের ক্ষেত্রে চাকরির বয়সও পেরিয়ে যাচ্ছে।"