পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

অনলাইনে দেদার স্কিমার, বাড়ছে ATM জালিয়াতির ঝুঁকি

ওয়েবসাইটে স্কিমিং ডিভাইস বিক্রি হচ্ছে মাত্র 730 টাকা থেকে 3650 টাকার মধ্যে

atm skimmer
অনলাইনে দেদার স্কিমার, বাড়ছে ATM জালিয়াতির ঝুঁকি

By

Published : Dec 12, 2019, 1:20 AM IST

Updated : Dec 12, 2019, 2:29 AM IST

কলকাতা, 12 ডিসেম্বর : ই-কমার্স সাইট সাহায্য করছে ATM প্রতারণায় ! ভাবছেন উলট পুরাণ? এ কোনও গল্প নয় । বাস্তব । অনলাইন শপিং সংস্থা হয়ে উঠেছে প্রতারণা সহায়ক । ওয়েবসাইটে ঢালাও বিক্রি হচ্ছে চিনা স্কিমিং ডিভাইস ।

মোবাইল, জামাকাপড় অন্যান্য সামগ্রী বিক্রি হচ্ছে সাধারণভাবেই । পাঁচটা অনলাইন শপিং ওয়েবসাইটের মতোই । কিন্তু আলিবাবার মতো এই ওয়েবসাইটকে কাজে লাগাচ্ছে প্রতারকরা । কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে খবর এমনটাই । সেখানে অর্ডার করলে হাতের নাগালে চলে আসছে ATM প্রতারণার প্রাথমিক শর্তের যন্ত্রপাতি । ওয়েবসাইটে স্কিমিং ডিভাইস বিক্রি হচ্ছে মাত্র 730 টাকা থেকে 3650 টাকার মধ্যে । বিশেষ মডেলের একটি যন্ত্র নাকি প্রায় 92 শতাংশ সফল, বলছে পুলিশ ।

দেখুন প্রতিবেদন

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ জেনেছে, অনলাইন সংস্থায় অর্ডার করলে অনায়াসেই তা বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে চলে আসছে হাতের নাগালে । কলকাতার ATM প্রতারণাতেও ব্যবহৃত স্কিমার মেশিন ওই সংস্থা থেকেই কেনা । এ প্রসঙ্গে কলকাতা গোয়েন্দা প্রধান বলেন, ''নানা বেআইনি জিনিসপত্র কুরিয়ারের মাধ্যমে দেশে ঢুকছে । এর মধ্যে ATM স্কিমিং ডিভাইসও রয়েছে । বিষয়টি কীভাবে বন্ধ করা যায় তা দেখতে হবে । " কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, দিল্লি ও কলকাতার বেশ কয়েকটি মার্কেট রয়েছে যেখানে অসাধু ব্যবসায়ীরা অনলাইনের মাধ্যমে ওই বেআইনি জিনিসপত্র এনে চড়া দামে বিক্রি করছে প্রতারকদের । এই বিষয়গুলি নিয়ে এবার নজর দেবে পুলিশ ।

Last Updated : Dec 12, 2019, 2:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details