ইন্ডিয়া পোস্টের মেইল মোটর সার্ভিস কলকাতায় 19 জন স্কিলড আর্টিশন তথা ট্রেডে দক্ষ কারিগর নিয়োগ করা হবে । আগ্রহী প্রার্থীকে নিজেদের বায়ো ডেটা কলকাতার বেলেঘাটা রোডের মেইল মোটর সার্ভিসের অফিসে স্পিড বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে । এই পদের জন্য প্রয়োজনীয় তথ্য নিচে দেওয়া হল...
শূন্য আসন : 19
- মোটর ভেহিকেল মেকানিক - 8
- মোটর ভেহিকেল ইলেক্ট্রিশিয়ান - 4
- ব্ল্যাকস্মিথ - 2
- টায়ারম্যান - 2
- পেইন্টার - 1
- আপহোল্ডার - 1
- কার্পেন্টার অ্যান্ড জয়েনার - 1
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বোর্ড বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে VIII পাশের যোগ্যতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
মোটর ভেহিকেল মেকানিকের জন্য আবেদনকারীর ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ।
বসয়সীমা : আবেদনকারীর সর্বোচ্চ বয়স 30 ও সর্বনিম্ন বয়স 18 হতে হবে ।