কলকাতা, 1 অগস্ট: জনস্বার্থ মামলা দায়ের ও তার প্রেক্ষিতে হুমকি দিয়ে কলকাতার ব্যবসায়ীর থেকে 4 কোটি টাকা চাওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ঝাড়খণ্ডের আইনজীবী রাজীব কুমারকে ৷ আজ তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে ধৃত আইনজীবীকে 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক (Six Day Police Custody for Jharkhand Lawyer Rajib Kumar) ৷
গোটা ঘটনার সূত্রপাত, 2021 সালে রাঁচির আইনজীবী রাজীব কুমারের দায়ের করা একটি জনস্বার্থ মামলাকে কেন্দ্র করে ৷ অভিযোগ কলকাতার যে ব্যবসায়ীর নামে সেই জনস্বার্থ মামলা করেছিলেন রাজীব কুমার, তাঁর থেকে মামলা প্রত্যাহার করতে 10 কোটি টাকা চান ৷ পরে অবশ্য 4 কোটি টাকায় রফা হয় ৷ পুলিশ সূত্রে খবর, গত পরশু কলকাতার একটি শপিং মলে 4 কোটির মধ্যে 1 কোটি টাকা নেওয়ার সময় হাতেনাতে রাজীব কুমারকে গ্রেফতার করা হয় ৷ রাজীব কুমারের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করেছিলেন ব্যবসায়ী ৷