পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Sitaram Yechury on Sourav: সব বিষয়ে কেন প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে ? সৌরভ প্রসঙ্গে মন্তব্য ইয়েচুরির - সীতারাম ইয়েচুরি

সৌরভ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে সোমবারই মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee backs Sourav Ganguly) ৷ চেয়েছেন প্রধানমন্ত্রীর সাহায্য ৷ এই প্রসঙ্গে নিজের মত জানিয়েছেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury on Sourav Ganguly) ৷

ETV Bharat
Sitaram Yechury on Sourav

By

Published : Oct 17, 2022, 10:58 PM IST

Updated : Oct 17, 2022, 11:06 PM IST

কলকাতা, 17 অক্টোবর: তিনি বিশ্বাস করেন সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেট ছেড়ে রাজনীতিতে আসবেন না । কিন্তু তারপরেও সৌরভকে নিয়ে রাজনীতি করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করলেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury on Sourav Ganguly)। সোমবার প্রমোদ দাশগুপ্ত ভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইয়েচুরি বলেন, "আমি যতদূর জানি সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেট ছেড়ে রাজনীতিতে আসবেন না । তাই তাঁকে নিয়ে কে বা কারা রাজনীতি করছে সে বিষয়ে আমার কিছু বলতে চাই না । কিন্তু সব বিষয়ে কেন প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে ? প্রধানমন্ত্রীই বা কেন সবকিছু দেখবেন, বিসিসিআই-এর নির্দিষ্ট বোর্ড এবং নিয়ম কানুন তো আছে ।"

সোমবারই বিসিসিআই সভাপতি দৌড়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের না থাকা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই বিষয়ে বিজেপিকে ঘুরিয়ে কটাক্ষ করেছেন মমতা (Mamata Banerjee backs Sourav Ganguly) ৷ আইসিসি প্রেসিডেন্ট পদে সৌরভকে (Sourav Ganguly) মনোনীত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাহায্যও চেয়েছেন তিনি ৷ সৌরভের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর ৷ এই প্রসঙ্গেই এদিন এই মন্তব্য করেন সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury) ৷

সব বিষয়ে কেন প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে ? সৌরভ প্রসঙ্গে মন্তব্য ইয়েচুরির

আরও পড়ুন:সৌরভকে আইসিসি-র চেয়ারম্যান মনোনীত করুক বিসিসিআই, মোদিকে আর্জি মমতার

এদিন তিনি প্রশ্ন তোলেন, "অন্যরা দ্বিতীয়বার পদে বসার সুযোগ পেলে সৌরভ কেন বসতে পারবে না? এই প্রশ্ন তো উঠবেই ।" এদিন উত্তরবঙ্গ যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, "সৌরভের মতো ব্যক্তিত্ব শুধু বাংলার নয়, গোটা দেশের গর্ব । সৌরভ ক্রিকেট জীবনে যথেষ্ট দক্ষতার সঙ্গে যেমন খেলেছে, তেমনই যথেষ্ট দক্ষতার সঙ্গে প্রশাসনও চালিয়েছে । এবং ও বিসিসিআইয়ের প্রেসিডেন্ট ছিল । কোর্টের অর্ডারে তিন বছরের জন্য প্রশাসন সামলানোর সুযোগ যেমন সৌরভকেও দেওয়া হয়েছিল । একইভাবে দেওয়া হয়েছিল অমিত শাহের ছেলেকেও । কিন্তু কেন জানি না, কী কারণে অমিতবাবুর ছেলে রয়ে গেলেন সৌরভ বাদ ।’’

Last Updated : Oct 17, 2022, 11:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details