কলকাতা, 25 জানুয়ারি :ভোট-পরবর্তী হিংসা মামলায় অভিযোগ গ্রহণ করা হচ্ছে না ৷ কলকাতা হাইকোর্টে জানালেন মামলাকারীরা । এরপরেই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ মামলাকারীদের উপযুক্ত তথ্যপ্রমাণ-সহ হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে । 28 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি ।
আজ ভোট-পরবর্তী হিংসা মামলায় তৃতীয় দফায় তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করে সিট (Special Investigation Team) ও সিবিআই (Central Bureau of Investigation) । সিটের তরফে আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, ‘‘সিটের হাতে মোট 689টি অভিযোগ ছিল । তারমধ্যে 1টির তদন্ত বাকি ছিল । পাশাপাশি আরেকটি মামলা নতুন করে সিবিআই সিটকে পাঠিয়েছে । ফলে তাদের হাতে 2টি মামলার তদন্ত বাকি রয়েছে । এছাড়াও মোট 323টি রিট পিটিশন দায়ের হয়েছিল ভোট-পরবর্তী হিংসা মামলায় ৷ একই মামলা একাধিকবার রয়েছে দেখে তা বাদ দিয়ে 290টি মামলা হয় । তারমধ্যে 138টি মামলা ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে । 104টি মামলায় এফআইআর দায়ের হয়েছিল । 62টিতে চার্জশিট দেওয়া হয়েছে । আর 8টির তদন্ত চলছে । 23টি মামলা সিবিআইয়ের কাছে তদন্তের জন্য পাঠানো হয়েছে ।’’
সিবিআই-এর তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর বলেন, ‘‘জাতীয় মানবাধিকার কমিশন মোট 48টি মামলা হস্তান্তর করেছিল ৷ এছাড়া ব্যক্তিগত তিনটি আলাদা অভিযোগ এসেছিল তাদের কাছে ৷ তার মধ্যে 20টিতে চার্জশিট দেওয়া হয়েছে । এরমধ্যে 18টি মামলায় আর তদন্তের প্রয়োজন নেই বলে মনে করছে সিবিআই । 28টি মামলায় তদন্ত এখনও বাকি রয়েছে । 4টি মামলা সিটকে পাঠানো হয়েছে ৷’’
আরও পড়ুন : প্রেসিডেন্সি জেল থেকে নিখোঁজ বন্দি সংক্রান্ত মামলা, রিপোর্টে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট