কলকাতা, 25 মে : আগামী 26 জুন হতে চলেছে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ (GTA)-র নির্বাচন ৷ ওইদিনই শিলিগুড়ি মহকুমা পরিষদেও (Siliguri Mahakuma Parishad) ভোট করতে চায় রাজ্য নির্বাচন কমিশন (Bengal Election Commission) ৷ কমিশন সূত্রে খবর, বুধবার রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের মধ্যে একটি বৈঠক হয় ৷ সেই বৈঠকেই এই নিয়ে সিদ্ধান্ত হয়েছে ৷ তবে আগামিকাল আনুষ্ঠানিক ঘোষণা করা হবে ৷
নির্বাচন কমিশনের ওই সূত্র থেকে জানা গিয়েছে, এদিনের বৈঠকটি ভার্চুয়ালি হয় ৷ বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের নির্বাচন কমিশনার সৌরভ দাস ও স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা ৷ সেই বৈঠকে শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট ছাড়াও একাধিক সিদ্ধান্ত হয় ৷ তার মধ্যে আরও একটি নির্বাচনও রয়েছে ৷
সাম্প্রতিক পৌর নির্বাচনে (Bengal Municipal Elections) বেশ কয়েকটি ওয়ার্ডে প্রার্থীদের প্রয়াণের কারণে ভোট সম্ভব হয়নি ৷ সেই নির্বাচনগুলিও 26 জুন হবে ৷ সেই তালিকায় চন্দননগর পৌরনিগমের 17 নম্বর ওয়ার্ড, দমদম পৌরসভার 4 নম্বর ওয়ার্ড, ভাটপাড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদম পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে ভোট হবে ৷