পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোভিড ভ্যাকসিনের শেষ পর্যায়ের কাজ সুষ্ঠু ভাবে করতে আবেদন সেরাম-ভারত বায়োটেকের - কোভিড ভ্যাকসিনের শেষ পর্যায়ের কাজ সুষ্ঠু ভাবে করতে আবেদন সেরাম-ভারত বায়োটেকের

ভারত বায়োটেক দেশের প্রথম কোরোনা ভ্যাকসিন তৈরি করছে। যার নাম কোভ্যাকসিন। আর সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ডের ভ্যাকসিন ভারতে তৈরি করছে। অক্সফোর্ডের ভ্যাকসিন কোভিশিল্ডকে ছাড়পত্র দিয়ে দিয়েছে ভারত সরকার। খুব শীঘ্রই ভ্যাকসিন দেওয়ার কাজও শুরু হয়ে যাবে।

SII and Bharat Biotech pledge smooth rollout of COVID-19 vaccines
কোভিড ভ্যাকসিনের শেষ পর্যায়ের কাজ সুষ্ঠু ভাবে করতে আবেদন সেরাম-ভারত বায়োটেকের

By

Published : Jan 5, 2021, 7:50 PM IST

হায়দরাবাদ, 5 জানুয়ারি : কোভিড ভ্যাকসিনের শেষ পর্যায়ের কাজ যাতে সুষ্ঠু ভাবে হয়, তার জন্য আবেদন জানালেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার আদর পুনাওয়ালা এবং ভারত বায়োটেকের ড. কৃষ্ণা ইল্লা। এক যৌথ বিবৃতিতে তাঁরা এই আবেদন জানিয়েছেন।

ওই বিবৃতিতে তাঁরা লিখেছেন, "আপানাদের সংস্থাকে এই কাজের মধ্যেই পুরোপুরি নিয়োজিত করুন। আর কোভিড ভ্যাকসিনের শেষ পর্যায়ের কাজ করাকে দেশ ও বিশ্বের জন্য দায়িত্ব হিসেবে বিবেচনা করা হোক।"

আরও পড়ুন:দেশে 13 জানুয়ারি থেকে কোরোনার টিকাকরণ

প্রসঙ্গত, ভারত বায়োটেক দেশের প্রথম কোরোনা ভ্যাকসিন তৈরি করছে। যার নাম কোভ্যাকসিন। আর সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ডের ভ্যাকসিন ভারতে তৈরি করছে। অক্সফোর্ডের ভ্যাকসিন কোভিশিল্ডকে ছাড়পত্র দিয়ে দিয়েছে ভারতীয় সরকার। খুব শীঘ্রই ভ্যাকসিন দেওয়ার কাজও শুরু হয়ে যাবে।

ABOUT THE AUTHOR

...view details