কলকাতা, 25 অগস্ট : অবশেষে জটিলতা কাটল ৷ ইস্টবেঙ্গল ক্লাবের (FC East Bengal) স্পনসরশিপ নিয়েও জট কাটল ৷ বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, ইস্টবেঙ্গলের স্পনসর থাকছে শ্রী সিমেন্টই ৷
এবারও ত্রাতা সেই মমতাই ৷ অবশেষে স্বস্তির হাওয়া ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে । গত বছর শেষ মুহূর্তে হস্তক্ষেপ করে ইস্টবেঙ্গল ক্লাবের জন্য ইনভেস্টর জোগাড় করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবারও শেষ মুহূর্তে ভেস্তে যেতে বসা ইনভেস্টর-ক্লাবের সম্পর্ক নতুন করে জোড়া লাগালেন মুখ্যমন্ত্রী । নিজে দাঁড়িয়ে থেকে ইস্টবেঙ্গল ক্লাবের এবছরের আইএসএল খেলা নিশ্চিত করলেন তিনি । দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষ্য লক্ষ্য লাল-হলুদ সমর্থকদের মুখে হাসি ফুটল ।
এদিন মমতার সামনে বসেই শ্রী সিমেন্ট জানাল, "আপনার অনুরোধ আমরা ফেলতে পারব না । ইস্টবেঙ্গল আইএসএল খেলবে ।" শ্রী সিমেন্ট কর্তা আরও বলেন, "গত এক বছর ধরে আমরা চেষ্টা করছিলাম চুক্তিতে সইয়ের জন্য । কিন্তু তা হচ্ছিল না ।" অবশেষে লাল হলুদ সদস্য-সমর্থকদের মুখে হাসি ফুটল । যুযুধান দু'পক্ষের মধ্যে সন্ধি হল । নবান্ন সভাঘরে বসে বিনিয়োগকারী সংস্থার কর্তারা কথা দিয়েছেন, তাঁরা মুখ্যমন্ত্রীর কথাতেই রাজি হয়েছেন ।
এদিন অর্থাৎ বুধবার পরিস্থিতি যতটা জলবৎ তরলং মনে হচ্ছে বাস্তব কিন্তু ততটা সহজ ছিল না । চুক্তি জট এমন আষ্টেপৃষ্ঠে বসেছিল দু'পক্ষের মধ্যে ৷ একরকম প্রায় নিশ্চিত হতে বসেছিল দু'পক্ষের বিচ্ছেদ । সম্প্রতি এই বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আসতে তিনি এই নিয়ে এক প্রকার ক্ষোভ প্রকাশ করেন বিনিয়োগকারী সংস্থার বিরুদ্ধে । কারণ তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কথা দিয়ে গিয়েছিলেন এবছর আইএসএল খেলবেন তাঁরা । এই অবস্থায় আজ দু'পক্ষকে নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই যাবতীয় সমস্যার সমাধান হয় ।