পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Shot fired at Ballygunge : বালিগঞ্জে চলল গুলি, তদন্তে পুলিশ

অভিযোগ, দুই যুবক বাইকে চড়ে এসে গুলি চালিয়ে গিয়েছে (Shot fired at Ballygunge)৷ তবে ঘটনায় কেউ হতাহত হয়নি ৷

Shot fired at Ballygunge
জনশূন্য রাতের শহরে চলল গুলি

By

Published : Jan 9, 2022, 11:24 AM IST

কলকাতা, 9 জানুয়ারি : নাইট কার্ফুর জেরে রাত দশটার পর প্রায় জনমানবশূন্য হয়ে যায় শহর কলকাতা ৷ তবে কার্ফুর কড়াকড়িতেও দুষ্কৃতীদের দাপাদাপির শেষ নেই ৷ শনিবার রাতে বালিগঞ্জের শরৎ বোস এলাকায় চলল গুলি ৷ অভিযোগ, দুই যুবক বাইকে চড়ে এসে গুলি চালিয়ে গিয়েছে (shot fired at Ballygunge last night) ৷ তবে ঘটনায় কেউ হতাহত হয়নি ৷

জানা গিয়েছে, গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ বালিগঞ্জের একটি প্যাথোলজি ক্লিনিকের মালিকের সঙ্গে দেখা করতে আসে দুই যুবক ৷ নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, দু'জন যুবক বাইকে চড়ে এসেছিল । দু'জনের মুখ ছিল কাপড়ে ঢাকা ৷ যদিও তাদের ক্লিনিকের ভেতরে ঢুকতে দেয়নি নিরাপত্তারক্ষীরা ৷ তাদের কথাবার্তা শুনে নিরাপত্তারক্ষীদের সন্দেহ হয় ৷ তাই দুই যুবককে দরজায় আটকে দেওয়া হয় ৷ এরপরই শুরু হয় বচসা ৷ পরিস্থিতি হাতাহাতিতেও পৌঁছে যায় ৷ অভিযোগ, ঘটনার সময় তাদের মধ্যে একজন কোমরে গোঁজা পিস্তল বের করে শূন্যে গুলি চালায় (Shot fired at Ballygunge) ৷ এরপরই বাইকে উঠে চম্পট দেয় তারা ৷

আরও পড়ুন : Usthi TMC leader shot case : গোষ্ঠীকোন্দল নয়, উস্থি গুলিকাণ্ডের পিছনে পুরোনো শত্রুতা; অনুমান পুলিশের

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে বালিগঞ্জ থানার পুলিশ ৷ এর পাশাপাশি রাতেই কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরাও ঘটনাস্থলে উপস্থিত হন । ওই ক্লিনিকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে । ওই দুষ্কৃতীরা কারা ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ । পাশাপাশি কেনই বা তারা গুলি চালাল তাও জানার চেষ্টা করছে তদন্তকারীরা ।

ABOUT THE AUTHOR

...view details