কলকাতা, 15 অগস্ট: কলকাতা মানেই ইতিহাস । আর যদি তারমধ্যে হয় উত্তর কলকাতা ! তবে তো আর কথাই নেই । যার অলিতে-গলিতে লুকিয়ে রয়েছে ইতিহাসের এক একটি অধ্যায় । আর সেই ইতিহাস ধরে হেঁটে আসলেই দেখা মিলবে বিভিন্ন সব দোকানের । যারা সাক্ষী থেকেছে দেশের স্বাধীনতার পালাবদলের ৷ সময় গড়ালেও বদলের ছোঁয়া লাগেনি তাদের অঙ্গে । স্বাধীনতার 75তম বছরেও রমরমিয়ে চলছে সেই সমস্ত দোকান ।
আর স্বাধীনতার ইতিহাস নিয়ে যদি কথা বলা হয়, তাহলে খাদির প্রসঙ্গ ওঠা অনিবার্য । সালটা 1920, বিদেশি পণ্য বর্জনের ডাক দিয়ে স্বদেশী কাপড় তুলে ধরেছিলেন মহাত্মা গান্ধি । জনসাধারণের মধ্যে তুলে ধরতে চেয়েছিলেন বাংলার মা-বোনেরদের হাতে তৈরি কাপড়-জামাকে ৷ বর্জন করেছিলেন বিদেশি বস্ত্র ৷ সেই সময় থেকেই শুরু হয় খাদি বস্ত্রের প্রচলন । কলেজ স্ট্রিট চত্বরে বিভিন্ন বইয়ের দোকানের মাঝে 1925 সালে মহাত্মা গান্ধির উদ্বোধন করেন 'খাদি প্রতিষ্ঠান'-এর । নেতাজি থেকে শুরু করে রবি ঠাকুর, বল্লভভাই প্যাটেল-বিভিন্ন বিপ্লবীর পা-পড়েছে এই দোকানে ।
কলেজ স্ট্রিট চত্বরেই রয়েছে আরেকটি খাদির জামাকাপড়ের দোকান । যেখানে রমরমরমিয়ে চলছে ব্যবসা । বিপ্লবী প্রফুল্ল কুমার ঘোষের হাত দিয়ে তৈরি হয়েছিল 'পল্লীশ্রী খাদি ভবন'। এবছর 77 বছরে পা দিল সেই দোকান ।