কলকাতা, 14 অক্টোবর : বউবাজার অঞ্চলে 45 বছরের সোনার দোকান দত্ত পরিবারের । তাঁদের চোখের সামনেই একের পর ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িগুলি । তাঁদের ভয় ছিল যে এই ক্ষতির কবলে না তাঁদের একদিন পড়তে হয় । কারণ, তাঁদের এই বহু বছরের তিলে তিলে তৈরি করা দোকান খালি করে অন্যত্র যেতে হলে ব্যবসায় তো লালবাতি জ্বলবে । আজ সেই আশঙ্কাই সত্যি হল তাঁদের (Bowbazar Metro Work Crisis) ।
ইস্ট ওয়েস্ট মেট্রোর (East West Metro) কাজের জন্য শুক্রবার আবার একাধিক বাড়ি ও দোকানে ফাটল দেখা দেয় বউবাজার অঞ্চলে । একবার নয় দু’বার নয় চার চারবার ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানেই বাসিন্দারা । রাতারাতি মাথার উপর থেকে ছাদ ছিনিয়ে গিয়েছে তাঁদের । কলকাতা মেট্রো রেল কর্পোরেশন (KMRCL) যে ঠিকাদারি সংস্থা এখানে কাজটি করছে, তাদের দিকে অভিযোগের আঙুল তুলছে দোকানের মালিক এবং স্থানীয় বাসিন্দারা ।
দোকানের মালিক দেবাশিস দত্ত বলেন, "এক বার নয় বহুবার আমরা মেট্রো কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি যে আগে বিকল্প ব্যবস্থা করে তারপরেও আবার কাজ শুরু করুন । কিন্তু আমাদের কথায় কেউ কোনও কর্ণপাত করেনি । আজ আমাদের দোকানের ছাদে বিরাট ফাটল দেখা দিয়েছে, যেখান থেকে অঝোরে বৃষ্ঠির জল ঢুকে দোকানের জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে । এমনকি দোকানের সিন্দুকটি পর্যন্ত ভেঙে গিয়েছে । দোকানের জিনিসপত্র কোনোমতে অন্যত্র সরিয়েছি ।"