কলকাতা, 12 অক্টোবর: সিন্ডিকেট দৌরাত্ম্যে (Syndicate Clash) ফের কলকাতা শহরে গুলি চলল (Shootout at Entally) ৷ আর সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে জখম হয়েছেন মূক ও বধির এক ব্যক্তি ৷ তিনি এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ ঘটনাটি ঘটেছে এন্টালি থানার পটারি রোডে ৷ মঙ্গলবার রাতে ইমারতি ব্যবসার দখল এবং এলাকার প্রভাব খাটানো নিয়ে দুই ব্যক্তির ঝামেলার জেরেই এই ঘটনা বলে জানা গিয়েছে ৷
জানা গিয়েছে, দীপক দাস এবং তাপস নস্কর নামে দুই ইমারতি ব্যবসায়ীর মধ্যে এলাকায় প্রভাব খাটানো নিয়ে দশমীর রাতে বচসা হয় ৷ অভিযোগ, সেই বচসার পর মঙ্গলবার রাতে দীপক দাসকে লক্ষ্য করে গুলি চালান তাপস নস্কর ৷ ঘটনার সময় এন্টালি থানা এলাকার পটারি রোড ধরে বাইকে করে যাচ্ছিলেন দীপক দাস ৷ তখনই তাপস নস্কর তাঁকে লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ ৷ কিন্তু, বিপদ বুঝতে পেরে দীপক দাস দ্রুত বাইক চালিয়ে সেখান থেকে পালিয়ে যান ৷