পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Bansdroni Firing: বাঁশদ্রোণীতে প্রোমোটিং বিবাদকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ - সিসিটিভি ফুটেজ

প্রোমোটিং বিবাদকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ বাঁশদ্রোণী এলাকায় ৷ অভিযোগ, স্থানীয় দুই প্রোমোটারের লোকজন প্রদীপ দেবনাথ নামে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে গুলি চালায় ৷ ঘটনায় এক যুবক আহত হয়েছেন ৷

Shoot Out at Bansdroni on Promoting Issues One Person Injured
বাঁশদ্রোণীতে প্রোমোটিং বিবাদকে কেন্দ্র করে গুলি চলার অভিযোগ

By

Published : Sep 10, 2021, 12:44 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর : বাঁশদ্রোণী এলাকায় প্রোমোটিংকে কেন্দ্র করে গুলি চলার অভিযোগ ৷ বাঁশদ্রোণী এলাকার সোনালী পার্কের বাসিন্দা প্রদীপ দেবনাথের বাড়িতে ঢুকে স্থানীয় দুই সমাজবিরোধী নান্টি এবং কালার লোকজন এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ৷ সেই সময় অভিষেক মুখোপাধ্যায় নামে এক যুবক সেখানে উপস্থিত ছিলেন ৷ তাঁর ডান হাতে একটি গুলি লাগে ৷ তবে, কপাল জোড়ে বেঁচে যান প্রদীপ দেবনাথ ৷ ঘটনায় বাঁশদ্রোণী থানার পুলিশ তদন্ত শুরু করেছে ৷

পুলিশ সূত্রে খবর, প্রদীপ দেবনাথ নামে বাঁশদ্রোণীর এক স্থানীয় ব্যবসায়ীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রোমোটার তথা সমাজবিরোধী বলে পরিচিত নান্টি এবং কালার বিবাদ চলছিল ৷ অভিযোগ, গতকাল রাতে হঠাৎই নান্টি ও কালার লোকজন প্রদীপ দেবনাথের বাড়িতে হামলা চালায় ৷ বাড়ির ভিতরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা ৷ সেই সময় প্রদীপ দেবনাথের বাড়িতে অভিষেক মুখোপাধ্যায় নামে এক যুবকও ছিলেন ৷ তাঁক ডান হাতে একটি গুলি লাগে ৷ কপাল জোরে বেঁচে যান প্রদীববাবু ৷ অভিষেক মুখোপাধ্যায়ের হাতে গুলি লাগতেই সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷

আরও পড়ুন : Debanjan Deb : প্রেসিডেন্সি সংশোধনাগারে ভুয়ো আইএএস দেবাঞ্জনকে জেরা ইডির

এর পর রক্তাক্ত অবস্থায় অভিষেককে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে অস্ত্রোপচার করে অভিষেকের হাত থেকে গুলি বের করা হয় ৷ অস্ত্রোপচারের পর আপাতত সুস্থ আছেন অভিষেক মুখোপাধ্যায় ৷ ঘটনার খবর পেয়ে প্রদীপ দেবনাথের বাড়িতে যায় বাঁশদ্রোণী থানার পুলিশ ৷ ঘটনায় প্রোমোটারি যোগ থাকায় খবর পেয়ে লালবাজার থেকে গুন্ডা দমন শাখার গোয়েন্দারা যান ৷ তাঁরা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন ৷ গুলি চালানোর ঘটনায় স্থানীয় এক যুবক শুভ ঘোষের নাম জানতে পেরেছে পুলিশ ৷ পাশাপাশি প্রদীপ দেবনাথের বাড়ির সিসিটিভি ফুটেজে শুভ ঘোষকে দেখা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷

আরও পড়ুন : Kanthi : গতকাল থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধার মৃতদেহ পড়ে হাসপাতালে

ABOUT THE AUTHOR

...view details