কলকাতা, 25 এপ্রিল : 'বিহারীবাবু' হলেও বর্তমানে তিনি বাংলার সাংসদ । 27তম কলকাতা চলচ্চিত্র উৎসবের প্রধান অতিথি পদ অলংকৃত করে তাই আসানসোল আর বাংলার কথাই ঘুরে ফিরে এল শত্রুঘ্ন সিনহার বক্তৃতায় (Shatrughan Sinha was the chief guest of 27th KIFF) ৷ রাজনীতিতেও যেমন ডাকসাইটে, অভিনয়েও তাঁর জুড়ি মেলা ভার ৷ বিহারীবাবুর গলায় বিখ্যাত 'খামোশ' চুপ করিয়ে দিয়েছে অনেক তাবড় অভিনেতার মুখ । সেই শত্রুঘ্নই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে এসে একাত্ম হয়ে গেলেন বাংলার সংস্কৃতির সঙ্গে । একদিকে যেমন অনর্গল বাংলা বলে বাঙালির হৃদয় জিতলেন, তেমনই সত্যজিতের ছবিতে অভিনয় করতে না-পারার আফসোস উঠে এল আসানসোলের সাংসদের গলায় (Shatrughan Sinha regrets for not being able to work with Satyajit Ray) ৷
জন্মশতবর্ষ উপলক্ষ্যে এ বছর চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মান জানানো হচ্ছে সত্যজিত্ রায়কে । এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববরেণ্য পরিচালকের পুত্র সন্দীপ রায়ের সামনে ঝরঝরে বাংলায় শত্রুঘ্ন বললেন, "মানিক দা-র ভক্ত ছিলাম, সারাজীবন থাকব । কিন্তু তাঁর ছবিতে অভিনয় করা হল না ।" উল্লেখ্য, আগেও অভিনেতার কন্ঠে একই আফসোসের কথা ঝরে পড়েছিল ৷
চলচ্চিত্র উৎসবের মঞ্চে বাংলা, আসানসোল এবং দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানোর শেষ ছিল না শত্রুঘ্নর ৷ বক্তৃতার শুরুতেই আসানসোলে তাঁকে প্রার্থী করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দেন তিনি । একইসঙ্গে আসানসোলের উন্নয়ণকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার কথা বলেন তিনি ৷ বর্ষীয়ান অভিনেতা বলেন, "বাংলার সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ । আমার জীবনের এত সিনেমার মধ্যেও অন্তর্জলী যাত্রা আমাকে খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছিল । আমি মনে করি আমার গুরু গৌতম ঘোষ ।" তিনি আরও বলেন, "বাংলা, হিন্দি ও অন্যান্য ভাষা মিলিয়ে প্রায় আড়াইশো ছবি করেছি আমি । তবে সবচেয়ে বেশি শিখেছি গৌতম ঘোষের থেকেই । বাংলা গুণীজনদের জায়গা । এখানে ঋত্বিক ঘটক, মৃণাল সেন, মানিক দা-র মত বিশ্ব বিখ্যাত চলচ্চিত্রকার ছিলেন । আমি এই ভূমিকে নতমস্তকে প্রণাম করি ।"