কলকাতা, 14 অগস্ট:কন্যাশ্রী দিবসের নবম বার্ষিকীতে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প সমাজে পরিবর্তন নিয়ে আসছে তাই তুলে ধরা হল । বৃষ্টি বিঘ্নিত রবিবার নজরুল মঞ্চ ছিল ফুলপ্যাকড । সেখানে উপস্থিত ছিলেন নারী, শিশু এবং সমাজকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja), স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। সেখানেই মন্ত্রী শশী পাঁজা জানান, যে ভাবে গত 8 বছর ধরে কন্যাশ্রী ছাত্রছাত্রীদের জীবনকে বদলে দিয়েছে, তাতে এই প্রকল্প যে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না ।
তিনি জানিয়েছেন, এই মুহূর্তে এই প্রকল্পে সরকারের বরাদ্দ 12 হাজার কোটি টাকা । গোটা রাজ্যে 80 লক্ষ উপভোক্তা । শশী পাঁজা বলেন, ভারতবর্ষে এমন অনেক প্রকল্প আছে যেগুলো শুরু হওয়ার পর থেমে যায় । কিন্তু এই প্রকল্পের গতি কখনওই রুদ্ধ হতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায় । কারণ এটি ছাত্রীদের উন্নয়নে অতি প্রয়োজনীয় একটা অস্ত্র । এই প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছেন । সেজন্য আজকের দিনে তিনি ছাত্রীদের শুভেচ্ছাও জানিয়েছেন ।
শশী পাঁজার কথায়, "আজকের দিনে আমাদের ছাত্রীদের সুযোগ দিতে হবে তাদের অভিভাবকদের যাতে তারা নিজের ভাগ্য নিজে লিখতে পারেন । এই সরকার এই মুহূর্তে একটি প্রকল্পের জন্যই 12 হাজার কোটি টাকার বেশি বরাদ্দ করেছে ৷ এর থেকেও স্পষ্ট এই প্রকল্প নিয়ে সরকার কতটা সিরিয়াস । এই মুহূর্তে 18123টি ইনস্টিটিউশন এই প্রকল্পের সঙ্গে যুক্ত ।"