কলকাতা, 11 অগস্ট: নিয়োগ দুর্নীতি কাণ্ডে 17 অগস্ট পর্যন্ত এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং প্রাক্তন চেয়ারম্যান অশোক সাহার সিবিআই হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত । সিবিআই সূত্রে খবর, দু'জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ৷ মূলত তাঁদের ঘর থেকে একাধিক পেনড্রাইভ, সিডি-সহ যে ইলেকট্রনিক্স সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলি দেখিয়ে জেরা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI arrests Shanti Prasad Sinha Ashok Saha)।
এদিনের শুনানিতে সিবিআই-এর তরফ থেকে আলিপুর আদালতে জানানো হয়, এসএসসি দুর্নীতি কাণ্ডের শিকড় অনেক গভীরে ৷ দুই আধিকারিক এই দুর্নীতি কাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন । ইতিমধ্যেই তাঁদের একাধিক আয় বহির্ভূত সম্পত্তির হদিশ পেয়েছেন সিবিআই-এর গোয়েন্দারা । পাশাপাশি এসএসসি দুর্নীতি কাণ্ডে শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক সাহার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক সম্পত্তির কাগজপত্র বাজেয়াপ্ত করেছে সিবিআই ৷