কলকাতা, 15 জানুয়ারি : বিজেপির জেলা সংগঠনের একজন নেতার কোনও গুরুত্ব তাদের কাছে নেই। নাম না করে বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর অপসারণ দাবি করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur demands removal of Amitava Chakraborty)। পোর্ট ট্রাস্টের গেস্ট হাউজে বিক্ষুব্ধ নেতাদের নিয়ে বৈঠক শেষে বিজেপির 'বিদ্রোহী' সাংসদ নাম না করে অমিতাভ চক্রবর্তীর উপর ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ‘‘কোনও এক বিশেষ ব্যক্তি দলের বরিষ্ঠ নেতাদের বাদ দিয়ে সংগঠন কুক্ষিগত করার লক্ষ্যে কমিটি গঠন করেছে ৷ ঘটনায় অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে অন্য দলের সঙ্গে যোগাযোগের অভিযোগও এনেছেন শান্তনু ঠাকুর ৷
পোর্টট্রাস্টের অতিথি নিবাসে এদিন বিক্ষুব্ধদের বৈঠক শেষে শান্তনুবাবু বলেন, "আমাদের লক্ষ্য প্রধানমন্ত্রীজি ও বিজেপির হাতকে মজবুত করা। কিন্তু পশ্চিমবঙ্গে বর্তমানে যে কমিটি তৈরি হয়েছে তাদের কোনও সৎ উদ্দেশ্য নেই ভারতীয় জনতা পার্টিকে আগামিদিনে বৃহত্তর জায়গায় নিয়ে যাওয়ার। উপরের নেতাদের ভুল বার্তা দিয়ে এই কমিটি তৈরি হয়েছে। যার ফলে আমরা আগামিদিনে অশনি সংকেত দেখতে পাচ্ছি ৷ সেই অশনি সংকেত আঁচ করে আমরা একত্রিত হয়ে আগামীতে তার মোকাবিলা করতে চাই।" কেবল মতুয়া সম্প্রদায় নয়, কমিটি গঠনে তপসিলি জাতি ও উপজাতিকেও বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগের সুরে জানান বনগাঁর সাংসদ ৷