পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শাহের জন্য রসগোল্লা-মিষ্টি দইয়ের ব্যবস্থা বঙ্গ BJP-এর - শহিদ মিনারে অমিত শাহ

শহিদ মিনার চত্বরের প্রস্তুতি প্রায় শেষ ৷ আর কিছুক্ষণের মধ্য়েই সভামঞ্চে এসে উপস্থিত হবেন অমিত শাহ ৷

Amit Shah
ছবি

By

Published : Mar 1, 2020, 12:45 PM IST

কলকাতা, 1 মার্চ : শহিদ মিনারে দলীয় সভায় নেতৃত্ব দিতে ইতিমধ্যেই শহরে এসে উপস্থিত হয়েছেন BJP নেতা অমিত শাহ ৷ দলীয় কর্মীদের মনোবলকে চাঙ্গা করতে শহিদ মিনার ময়দানে থাকবেন BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও ৷ শাহ-নাড্ডার শহরে আসাকে ঘিরে উচ্ছ্বসিত বঙ্গ BJP শিবিরও ৷ তাঁদেরকে কলকাতার রসগোল্লা ও মিষ্টি দই খাওয়ানোর পরিকল্পনাও করেছে দিলীপ ঘোষ অ্যান্ড কোং ৷

অমিত শাহের শহিদ মিনারে জনসভায় যোগ দিতে ইতিমধ্যেই 4 টি মিছিল শুরু হয়েছে বলে BJP সূত্রে জানানো হয়েছে ৷ হাওড়া স্টেশন, শিয়ালদহ, সেন্ট্রাল এভিনিউ ও দক্ষিণ কলকাতায় থেকে মিছিল গুলি শহিদ মিনারে আসছে ৷ শহিদ মিনারের সভাস্থানে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন লকেট চট্টোপাধ্যায়, সায়ন্তন বসু, জয়প্রকাশ মজুমদার, সুভাষ সরকারসহ রাজ্য কমিটির একাধিক নেতা ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে শুরু করেছে শহিদ মিনারের পাদদেশে ৷

রাজ্যজুড়ে মহিলাদের উপর বাড়তে থাকা অত্যাচারের বিরুদ্ধে 'আর নয় অন্যায়' কর্মসূচির আয়োজন করেছে রাজ্য BJP ৷ আজ 'আর নয় অন্যায়' কর্মসূচির থিম সং প্রকাশ করবেন অমিত শাহ ৷ প্রকাশ করা হবে একটি ওয়েবসাইটও ৷

ABOUT THE AUTHOR

...view details