কলকাতা, 31 জানুয়ারি : শিক্ষাঙ্গনে আংশিকভাবে হলেও ফিরতে চলেছে পড়ুয়ারা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ঘোষণা করেছেন, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত খুলে দেওয়া হবে স্কুল (Mamata Announces about School Reopening in Bengal) । তাঁর এই ঘোষণাকে আন্দোলনের আংশিক জয় হিসেবে দেখছে বাম ছাত্র সংগঠন এসএফআই (SFI thinks they won on bengal govt School Reopen Decision) ।
সোমবার রাজ্যজুড়ে শিক্ষালয় খোলার দাবিতে পথে নেমেছিল বাম ছাত্র সংগঠন । কলকাতায় সেই মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায় ৷ মিছিলে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ ৷ পাশাপাশি কংগ্রেস এবং আরএসএস-এর ছাত্র সংগঠনও এই বিষয়ে পথে নেমেছিল । কিন্তু এসএফআইয়ের দাবি, শিক্ষালয়ের দরজা খোলার দাবি প্রথম তুলেছিল তারা ৷ তাই মুখ্যমন্ত্রীর স্কুল খোলার ঘোষণাকে এসএফআই জয় হিসেবে দেখছে ।