পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

SFI on Hindi Imposition: হিন্দি-হিন্দু-হিন্দুস্তান এজেন্ডা উন্মোচিত হয়েছে, কেন্দ্রকে তোপ এসএফআই-এর

'হিন্দি-হিন্দু-হিন্দুস্তান' (Hindi Hindu Hindustan) এজেন্ডা উন্মোচিত হয়েছে ৷ শিক্ষায় হিন্দি আরোপ নিয়ে কেন্দ্রের কড়া সমালোচনা করল এসএফআই (SFI on Hindi Imposition)৷

By

Published : Oct 11, 2022, 4:04 PM IST

SFI slams centre over Hindi imposition row
হিন্দি-হিন্দু-হিন্দুস্তান এজেন্ডা উন্মোচিত হয়েছে, কেন্দ্রকে তোপ এসএফআই-এর

কলকাতা, 11 অক্টোবর: কেন্দ্রের বিজেপি সরকার একটি ভাষা, একটি নির্দিষ্ট ধর্ম, একই ধরনের খাদ্যাভাস এবং সংস্কৃতি চাপিয়ে দিতে চাইছে বলে অভিযোগ করল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই (SFI on Hindi Imposition)। তাদের বক্তব্য, "বিজেপি ও আরএসএস-এর হিন্দি-হিন্দু-হিন্দুস্তান (Hindi Hindu Hindustan) এজেন্ডা উন্মোচিত হয়েছে ।" এই 'অপচেষ্টা'র বিরুদ্ধে দেশের সব শুভবুদ্ধি সম্পন্ন ছাত্র-যুবকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এসএফআইয়ের আবেদন, "ভারতের ভাষাগত বহুত্ববাদকে আলিঙ্গন করুন ৷"

এসএফআই-এর (SFI Statement) অভিযোগ, সংসদে অমিত শাহ পরিচালিত অফিসিয়াল ল্যাঙ্গোয়েজ কমিটি একটি অদ্ভুত সুপারিশ নিয়ে এসেছে ৷ বলা হয়েছে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মাধ্যম বাধ্যতামূলকভাবে হিন্দিতে হওয়া উচিত । কমিটি সুপারিশ করেছে যে, "শিক্ষার মাধ্যম হিসাবে এবং অন্যান্য কার্যক্রমেও হিন্দি ব্যবহার হওয়া উচিত । দেশের সব কারিগরী ও নন-টেকনিক্যাল প্রতিষ্ঠানে ইংরেজির ব্যবহার ঐচ্ছিক করতে হবে । আবারও আরএসএস সমর্থিত বিজেপি সরকারের 'হিন্দি-হিন্দু-হিন্দুস্তান' এজেন্ডা উন্মোচিত হয়েছে ।"

এসএফআই-এর সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস বলেন, "ভারত বহুভাষিক এবং বহুসাংস্কৃতিক সামাজিক দৃশ্যকল্পের একটি দেশ হওয়ায়, এর প্রায় অর্ধেক জনসংখ্যা হিন্দি চর্চা করেনি ৷ হিন্দি দেশের জাতীয় ভাষা হওয়ার ভুল ধারণা এই আগুনে জ্বালানি দিয়েছে ৷ একটি ভাষা হিসেবে হিন্দি সুন্দর এবং ভারতীয় সাহিত্যে এর অনেক অবদান রয়েছে । তবে আমাদের এই সত্যটি ভুলে যাওয়া উচিত নয় যে, হিন্দি একক জাতীয় ভাষা নয় । এটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ভাষা যেমন বাংলা, তামিল, তেলুগু, পঞ্জাবি, মালায়ালম বা ভারতের অন্য 22টি জাতীয় ভাষার মতো । আসুন, আমরা সবাই আমাদের মাতৃভাষার জন্য গর্ব করি এবং আধিপত্যের কাছে মাথা নত না করি ।"

আরও পড়ুন:ভগৎ সিং-এর নামে চণ্ডীগড় বিমানবন্দর, মোদির ঘোষণায় নিজেদের জয় দেখছে এসএফআই

তাঁর আরও অভিযোগ, কমিটির পরামর্শ অনুসারে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় হিন্দিকরণ করলে অহিন্দিভাষী ছাত্রদের ভবিষ্যত আরও সমস্যায় পড়বে ।এমনকী প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং চাকরির নিয়োগ পদ্ধতিতেও বিপাকে পড়বেন তাঁরা । যা সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রান্তিক শ্রেণির শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় বাধা হয়ে দাঁড়াবে ।

ভারতীয় প্রতিষ্ঠানে হিন্দি চাপিয়ে দেওয়ার পরিকল্পনা এবং চাকরির নিয়োগ পদ্ধতির তীব্র নিন্দা করেছে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার (এসএফআই)। কেন্দ্রীয় মন্ত্রকের কাছে কমিটির সুপারিশ প্রত্যাখ্যান করা এবং এই দেশের বহুত্ববাদকে বজায় রাখার আহ্বান জানিয়েছে এসএফআই ।

ABOUT THE AUTHOR

...view details