পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ক্যাম্পাস খোলার দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান-বিক্ষোভ এসএফআই-এর - বিশব্বিদ্যালয় খোলার দাবিতে এসএফআই

আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে মঞ্চ বেঁধে দুপুর দেড়টা নাগাদ অবস্থান-বিক্ষোভ শুরু করে এসএফআই-এর কলকাতা জেলা কমিটি । অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খোলার দাবিতে চলে অবস্থান ।

ছবি
ছবি

By

Published : Jan 11, 2021, 9:41 PM IST

কলকাতা, 11 জানুয়ারি: বেশ কিছুদিন ধরেই অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খোলার দাবিতে সরব হয়েছে এসএফআই । আজ সেই দাবি নিয়ে প্রায় 3 ঘণ্টা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান-বিক্ষোভ করলেন এসএফআই-এর সদস্যরা ।

আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে মঞ্চ বেঁধে দুপুর দেড়টা নাগাদ অবস্থান-বিক্ষোভ শুরু করে এসএফআই-এর কলকাতা জেলা কমিটি । অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খোলার দাবিতে চলে অবস্থান । হয় সভা । ক্যাম্পাস খোলার পাশাপাশি 11 ফেব্রুয়ারি কলেজ স্ট্রিট থেকে 10টি ছাত্র-যুব সংগঠনের যৌথ নবান্ন অভিযানে অংশগ্রহণের ডাকও দেওয়া হয় এদিনের কর্মসূচি থেকে । অবস্থান শেষে কলেজ স্ট্রিট লাগোয়া অঞ্চলে মিছিল করেন আন্দোলনকারী ছাত্ররা । কপি হাউস হয়ে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সেই মিছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এসে শেষ হয় । তারপরে বিকেল সাড়ে চারটে নাগাদ আজকের মতো কর্মসূচি শেষ করে চলে যান তাঁরা ।

এসএফআই এর বিক্ষোভ

আরও পড়ুন : শিক্ষা প্রতিষ্ঠানে ফি মকুবের দাবিতে বিক্ষোভ কর্মসূচি SFI-এর

আরও পড়ুন :ক‍্যাম্পাস খোলার দাবিতে বিক্ষোভ যাদবপুরের পড়ুয়াদের

কিন্তু, কর্মসূচি শেষ হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে তাঁদের কাছে খবর আসে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রধান গেট বন্ধ করে রেখেছে। ফলে, ভিতরে থাকা কর্মচারীরা কেউ বের হতে পারছেন না । এসএফআই-এর এক সদস্য বলেন, "আমাদের কর্মসূচি অনেকক্ষণ শেষ হয়ে যাওয়ার পরেও বাইরে এসএফআই-এর বিক্ষোভ চলছে বলে গেট বন্ধ করে রেখেছিল কর্তৃপক্ষ । কিন্তু, আমাদের কর্মসূচি শেষ হয়ে গিয়েছিল । তাই আমরা আবার যাই ওখানে ।" বন্ধ গেটের বাইরে থেকে গেট খুলে দেওয়ার জন্য বলেন ছাত্ররা । বেশ কিছুক্ষণ ধরে বলার পর অবশেষে গেট খুললে এদিনের মতো চলে যান বিক্ষোভকারীরা । পাশাপাশি, 13 জানুয়ারি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে আবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও করা হয় এসএফআই-এর তরফে ।

ABOUT THE AUTHOR

...view details