কলকাতা, 11 জানুয়ারি: বেশ কিছুদিন ধরেই অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খোলার দাবিতে সরব হয়েছে এসএফআই । আজ সেই দাবি নিয়ে প্রায় 3 ঘণ্টা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান-বিক্ষোভ করলেন এসএফআই-এর সদস্যরা ।
আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে মঞ্চ বেঁধে দুপুর দেড়টা নাগাদ অবস্থান-বিক্ষোভ শুরু করে এসএফআই-এর কলকাতা জেলা কমিটি । অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খোলার দাবিতে চলে অবস্থান । হয় সভা । ক্যাম্পাস খোলার পাশাপাশি 11 ফেব্রুয়ারি কলেজ স্ট্রিট থেকে 10টি ছাত্র-যুব সংগঠনের যৌথ নবান্ন অভিযানে অংশগ্রহণের ডাকও দেওয়া হয় এদিনের কর্মসূচি থেকে । অবস্থান শেষে কলেজ স্ট্রিট লাগোয়া অঞ্চলে মিছিল করেন আন্দোলনকারী ছাত্ররা । কপি হাউস হয়ে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সেই মিছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এসে শেষ হয় । তারপরে বিকেল সাড়ে চারটে নাগাদ আজকের মতো কর্মসূচি শেষ করে চলে যান তাঁরা ।