পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

SFI March for Education: জাতীয় শিক্ষানীতি বিরুদ্ধে শ্রীনগর থেকে শুরু হল এসএফআইয়ের ‘মার্চ ফর এডুকেশন’ - এসএফআই

জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে ‘মার্চ ফর এডুকেশন’ কর্মসূচির সূচনা করল এসএফআই (SFI Jatha March for Education Against National Education Policy Starts from Srinagar) ৷ দেড় মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে বামপন্থী এই ছাত্র সংগঠনের নেতারা জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে প্রচার চালাবে বলে জানা গিয়েছে ৷

SFI Jatha March for Education Against National Education Policy Starts from Srinagar
SFI Jatha March for Education Against National Education Policy Starts from Srinagar

By

Published : Aug 1, 2022, 8:30 PM IST

কলকাতা, 1 অগস্ট: কেন্দ্রের নয়া জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে এসএফআই এর দেড় মাসের বিশেষ কর্মসূচি ‘মার্চ ফর এডুকেশন’ ৷ বাম ছাত্র সংগঠনের দেড় মাস ব্যাপি এই কর্মসূচি অর্থাৎ, জাঠা আজ শ্রীনগর থেকে শুরু হয়েছে (SFI Jatha March for Education Against National Education Policy Starts from Srinagar) ৷ আজ শ্রীনগরে এর সূচনা করেন মহম্মদ ইউসুফ তারিগামী ৷ এসএফআই সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস এবং আকিব জারগর সেখানে উপস্থিত ছিলেন ৷ কলকাতায় এসে এই মিছিল জাঠা শেষ হবে ৷ রাজ্যের বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সেই সমাবেশের সূচনা করবেন বলে এসএফআই এর তরফে জানানো হয়েছে ৷

কাশ্মীরের এই জাঠা কন্যাকুমারী পর্যন্ত যাবে ৷ 12 অগস্ট আগরতলা থেকে উত্তর-পূর্ব ভারতে এসএফআই এর এই কর্মসূচি শুরু হবে ৷ আর 13 অগস্ট পাটনা থেকে শুরু হবে এসএফআই এর পূর্বভারতের জাঠা ৷ 5 সেপ্টেম্বর পশ্চিম ভারতে এই কর্মসূচি পালন করবে বাম ছাত্র সংগঠন ৷

কেন্দ্রের নয়া জাতীয় শিক্ষানীতির বিরোধিতায় জনমত গড়তেই এসএফআই এর এই কর্মসূচি বলে জানা যাচ্ছে ৷ এ নিয়ে রাজ্য এসএফআই সভাপতি প্রতীকুর রহমানের দাবি, কেন্দ্রের বিজেপি সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে ৷ সেই নিয়েই তাঁদের এই কর্মসূচি ৷ তাঁর অভিযোগ, শিক্ষার মৌলিক বিষয়কে বাদ দিয়ে কেন্দ্রের সরকার নতুন শিক্ষানীতি তৈরি করেছে ৷ শিক্ষা ক্ষেত্রে বেসরকারিকরণের রাস্তা খুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ প্রতীকুরের ৷

জাতীয় শিক্ষানীতি বিরুদ্ধে এসএফআইয়ের ‘মার্চ ফর এডুকেশন’

আরও পড়ুন:জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে এসএফআইয়ের জাঠা 'মার্চ ফর এডুকেশন'

এসএফআই এর তরফে এর আগে জাতীয় শিক্ষানীতি নিয়ে একাধিকবার প্রতিবাদ করা হয়েছিল ৷ যেখানে অভিযোগ করা হয়েছিল, নয়া জাতীয় শিক্ষানীতি লাগু হলে দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা স্কুল শিক্ষা থেকে বঞ্চিত হবে ৷ এমনকি একে জাতীয় শিক্ষানীতির বদলে, আরএসএস নীতি বলেও কটাক্ষ করা হয়েছিল ৷

ABOUT THE AUTHOR

...view details