কলকাতা, 29 জানুয়ারি: বিধ্বংসী আগুনে সর্বস্ব হারিয়েছেন বাগবাজারের বস্তির বাসিন্দারা। মূল্যবান সামগ্রী তো বটেই পুড়ে ছাড়খার হয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ নথি, পড়াশোনার যাবতীয় জিনিসও। মাথার ছাদ হারিয়ে আপাতত তাঁদের ঠাঁই বাগবাজার উইমেন্স কলেজ। আজ সেখানেই গিয়ে সর্বস্ব হারানো পড়ুয়াদের পাশে দাঁড়াল বাম ছাত্র সংগঠন এসএফআই। এসএফআই-এর কলকাতা জেলা কমিটির তরফে ২০০ জন পড়ুয়ার হাতে খাতা, পেন-সহ পড়াশোনার বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হল তাঁদের তরফে।
শুক্রবার বাগবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর কর্মসূচি নেয় এসএফআই। বাম ছাত্র সংগঠনের কলকাতা জেলা কমিটির নেতা অর্জুন রায় বলেন, "ওখানকার পড়ুয়াদের পড়াশোনার সমস্ত জিনিস পুড়ে গিয়েছে। আমরা পড়াশোনার বিভিন্ন জিনিসপত্র দিলাম, প্রাথমিকভাবে যাতে ওরা পড়াশোনাটা শুরু করতে পারে। আগামীতে প্রয়োজন হলে আমরা এসএফআই-এর কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে ওদের হাতে বই বা খাতা তুলে দেব।"