কলকাতা, 26 সেপ্টেম্বর : আজ বাঙালির নবজাগরণের অন্যতম পথিকৃত পণ্ডিত ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম দ্বি-শতবার্ষিকী বিভিন্নভাবে পালন করেছে গোটা বাংলা । বাংলার এই মণীষীকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আজ এই বিশেষ দিনটি পালনে উদ্যোগী হয়েছে ভারতের ছাত্র ফেডারেশনের (SFI) প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় শাখা । এদিন বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে খুদেদের হাতে বর্ণপরিচয় কিট তুলে দেন SFI সদস্যরা।
বিদ্যাসাগরের জন্ম দ্বি-শতবার্ষিকী পালনে এই কর্মসূচি নিয়ে SFI-এর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় শাখার তরফে একটি বিবৃতিতে গত বছর বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গ তুলে বলা হয়, "তাঁকে যে ভাঙা যায় না, মূর্খ উন্মত্ত ফ্যাসিস্টরা তা বুঝতে পারেনি । হিংস্র জানোয়ারের মতো তারা সেদিন আঘাত হেনেছিল মূর্তিতে, ভেঙে মুছে দিতে চেয়েছিল তাঁর সৃষ্টি, সংস্কার, প্রাসঙ্গিকতা । কিন্তু পারেনি । হ্যাঁ, ফ্যাসিস্টরা পারেনি । বিদ্যাসাগর মানে একটা মূর্তি নয় । বিদ্যাসাগর মানে চেতনা, বিদ্যাসাগর মানে বিপ্লব, বিদ্যাসাগর মানে যুক্তিহীন যা কিছুর বুকের ওপর চেপে বসে যুক্তি দিয়ে বদলের শপথ ।"