কলকাতা, 12 ডিসেম্বর :স্কুলছুটদের ক্লাসে ফেরাতে আন্দোলনে নেমেছে এসএফআই (SFI on School Dropout) ৷ অ্যান্টি ড্রপআউট স্কোয়াড (Anti Dropout Squad) তৈরি করে ‘স্কুলে ফেরাও অভিযান’ শুরু করেছে তারা ৷ কলকাতা, বারাসত, বোলপুর-সহ রাজ্যের সর্বত্রই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতানেত্রীরা ৷
আরও পড়ুন :Covid Effect On Schools : স্কুল খুললেও কি ক্লাসে ফিরবে স্কুলছুটরা ?
করোনাকালে প্রায় দু’বছর বন্ধ ছিল স্কুল, কলেজ ৷ এ রাজ্যে নবম ও দশম শ্রেণিতে পঠনপাঠন শুরু হয় গত 16 নভেম্বর থেকে ৷ কিন্তু, তারপরও ভরেনি ক্লাসরুম ৷ লক্ষ্যণীয়ভাবে বেড়েছে স্কুলছুটের সংখ্যা ৷ বাম ছাত্র সংগঠনের দাবি, রাজ্য সরকারের এ নিয়ে কোনও মাথাব্যথা নেই ৷ তারা ব্যস্ত রাজনীতি করতে ৷ তাই মাঠে নেমেছেন এসএফআই-এর কমরেডরা ৷ তৈরি হয়েছে অ্যান্টি ড্রপআউট স্কোয়াড ৷